তাজিয়া মিছিল শুরু

Home Page » বিবিধ » তাজিয়া মিছিল শুরু
বুধবার, ১২ অক্টোবর ২০১৬



 

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে তাজিয়া মিছিল বের করেছে শিয়া

সম্প্রদায়

তাজিয়া মিছিল শুরুবুধবার সকাল সাড়ে ১০টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া থেকে এ মিছিল বের হয়। মিছিলটি ধানমন্ডি লেকের কাছে প্রতীকী কারবালায় গিয়ে শেষ হবে।

মিছিলকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সামনে ও পেছনে পুলিশি পাহারায় মিছিলটি ধানমন্ডি লেকের দিকে রওনা হয়েছে। হোসনি দালান এলাকায় ও তাজিয়া মিছিলে ‘হায় হোসেন’ বলে মাতম তোলেন শিয়া মুসলমানরা।

হাতে লাল পতাকা এবং মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করে ধানমন্ডি লেকের দিকে যাচ্ছেন শিয়া সম্প্রদায়ের লোকজন। মিছিলের সামনে হাসান ও হোসেন নামে দুটি ঘোড়া রয়েছে। হোসেন নামের ঘোড়াটি রক্তে রাঙানো রয়েছে।

এর আগে রাতভর হোসনি দালানে চলে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান।

গত বছর হোসনি দালানে তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় এবছর পূর্ব সতর্কতা হিসেবে পুরো এলাকা ও আশে-পাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেছে আইনশৃংখলা বাহিনী। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণে রয়েছে হোসনী দালানসহ মিছিলের গন্তব্য স্থানসমুহ।র‌্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

হোসনি দালানের তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসাইন সাংবাদিকদের জানান, রাতভর বয়ানের পর সকালে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি হোসনি দালান থেকে বের হয়ে বকশি বাজার লেন, কলপাড়, উমেশ দত্ত রোড, উর্দুরোড ঢাল, লালবাগ চৌরাস্তা, এমিতখানা রোড, আজিমপুর মেটারনিটি, নীলক্ষেত মোড়, সিটি কলেজ, ধানমন্ডি-২, রাইফেলস স্কয়ার হয়ে অস্থায়ী কারবালায় (বিজিবি সদর দপ্তরের গেটের উল্টো দিক) এসে শেষ করবেন।

এবছর তাজিয়া মিছিলে পুলিশের নির্দেশনার কারণে জিঞ্জির, দা, ছুরি, ঢোল, লাঠি, আগুন খেলাসহ অন্যান্য অস্ত্র বহন করা নিষিদ্ধ। ২০১৫ সালে হোসনি দালান এলাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে জঙ্গি হামলায় দুইজনের মৃত্যু ও শতাধিক মানুষ আহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:৩৬   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ