ফয়সাল হাবিব সানি’র একগুচ্ছ কবিতা

Home Page » সাহিত্য » ফয়সাল হাবিব সানি’র একগুচ্ছ কবিতা
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬



  ১. অবরুদ্ধ দৃষ্টিসীমা135.jpg

পৃথিবীর কোনো এক প্রান্তরেখায় অামার দৃষ্টিসীমা বাধাপ্রাপ্ত হয়; অবরুদ্ধ হয় সূর্যের সম্মুখে-

ঝলসায় সূর্যের দোর্দণ্ড প্রতাপ বাকরুদ্ধ মুখে। কিন্তু অামার দৃষ্টি অবনত হতে দেব না অামি সূর্যের কাছে

অামি যে সূর্য হতে চাই,

জ্বলন্ত সূর্যের মতো জ্বলতে চাই অাজ।

২. এখনও হয়

অাগে হত, এখন হয়; সেদিন হত, এখন হয়; কালকে হত, অাজও হয়

এখনও হয়, এখনও হয়, এখনও হয়…

এখনও অামার সকাল হয় চোখে রক্তসূর্য দেখে!

এখনও অামার সন্ধ্যে হয় শরীরে মৃত্যুর দুর্ঘ্রাণ মেখে!!

৩. কলম

হে, অামার কলম তুমি যেও না থেমে;

কবিতার পাতায় বিদ্রোহ হয়ে এসো অাজ নেমে।

তোমার কালিতে যেনো জ্বলে উঠে অাজ বিদ্রোহের অগ্নিশিখা,

জালিমদের মৃত্যু তোমার কালিতে থাকে যেনো অাজ লেখা।

লেখা থাকে যেনো তোমার কালিতে সাম্যের কবিতাখানি,

যেনো থাকে লেখা তোমার কালিতে তারুণ্যের মহাবাণী।

কলম তুমি থেমে যেও না, চলতে অাবার লাগো……

দানব-দাজ্জাল যে যেখানে বিশ্ব থেকে ভাগো।

৪. সময়ের অার্তনাদ

খসে পড়ে অাজ বিবেকের তাঁরা

চারদিক নির্লজ্জ প্রমুদিত মনুষ্যত্ব দিশেহারা

অকাল গর্ভপাত! বন্ধ্যা ধরিত্রীর জঠরে অাঁধারকে জন্ম দেয় চাঁদ;

অার অামি কান পেতে শুনি অাজন্ম রূঢ় সময়ের অার্তনাদ…

৫. জাগো হে, তারুণ্য

জাগো হে, তারুণ্য!

জাগো অাজ সমস্বরে…

নেমে পড়ো বিদ্রোহে পৃথবীর ‘পরে।

জাতি অাজ লজ্জিত, চারিদিকে শুধু লজ্জা!

অাজ গায়ের পশম রুখে দাঁড়াক, কাঁপুক অস্থিমজ্জা।

যুদ্ধের কোলাহলে, বিবেকের কল্লোলে উঠো অাজ জেগে

ঝাঁপিয়ে পড়ো তুফান হয়ে অাঁধার মত্ত মেঘে।

ছিঁড়ে ফেলো যতো শৃঙ্খল-বাধা, লঙ্ঘিয়ে যাও

রাত্রি

হে, অামার তারুণ্য! মৃত্যু অভিযাত্রী।

জাগো হে, তারুণ্য!

অাজ জাগ্রত করো চেতন,

তোমার রক্তে উড্ডীন হোক ধর্ষিত পৃথিবীর কেতন।

৬. অাগুন জ্বালো

অাগুন জ্বলে চক্ষে,

অাগুন জ্বালো বক্ষে,

অাগুন জ্বালো জন্মে-

অাগুন অামার জ্বলতে থাকুক জ্বলন্ত কবিতার মর্ম।

বাংলাদেশ সময়: ২১:১৭:১৪   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ