দুর্গাপূজা উপলক্ষে ভারতের হাইকমিশনারের শুভেচ্ছা

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপূজা উপলক্ষে ভারতের হাইকমিশনারের শুভেচ্ছা
রবিবার, ৯ অক্টোবর ২০১৬



220.jpg
বঙ্গ-নিউজঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা। ঢাকা মহানগরী এবং বাংলাদেশের অন্যসব শহর ও গ্রামের জাঁকজমকপূর্ণ পূজামন্ডপগুলো দেখে খুব খুশি বলেও জানান হর্ষ বর্ধন শ্রীংলা।

রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

হাইকমিশনার বলেন, “ভারত ও বাংলাদেশের জনগণ একসাথে সব অনুষ্ঠান উদ্যাপন করে। অন্য সব অনুষ্ঠানের মত শারদীয় উৎসবও আমাদের আনন্দ এবং সুখকে আমাদের বাংলাদেশের বন্ধুদের সাথে ভাগাভাগি করার সুযোগ প্রদান করে”।
প্রধামন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “আজ বাংলাদেশ দৃঢ়ভাবে চরমপন্থাকে বর্জন করেছে এবং প্রগতিশীল সমাজ হিসেবে সাফল্য অর্জন করেছে। আমরা অবশ্যই শান্তিতে এবং সংহতিতে ভাল প্রতিবেশী হিসেবে বাস করব এবং সুসময়ে ও দুঃসময়ে একে অন্যের পাশে থাকব।”

হর্ষ বর্ধন শ্রীংলা বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উৎসাহে ভারতীয় সৈন্য ও বাংলাদেশী মুক্তিযোদ্ধারা একসাথে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য একসাথে রক্ত দিয়েছিলÑ ওটা ছিল সব ভারতীয়ের জন্য মহান গর্বের মুহূর্ত।

রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মগুলো আমাদের দুই দেশের মানুষের সুখ-দুঃখের কথা বলে উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের ‘সোনার বাংলা’র স্বপ্ন আমাদেরও স্বপ্ন। বাংলাদেশের উন্নয়নের জন্যে ভারত আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত”।

হাইকমিশনার বলেন, “এই পবিত্র দুর্গাপূজা উপলক্ষে আমি মা দুর্গার কাছে তাঁর স্বর্গীয় আশীর্বাদের জন্যে প্রার্থনা করি যেন আমাদের দুই দেশের মানুষের জন্যে শান্তি, সমৃদ্ধিও উন্নতি এবং সাফল্য বয়ে আনে”।

তিনি বাংলাদেশের পূজা উদ্যাপন কমিটিগুলিকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে শারদীয় উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫১   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ