নার্গিসের অবস্থা আরেকটু ভালো

Home Page » আজকের সকল পত্রিকা » নার্গিসের অবস্থা আরেকটু ভালো
রবিবার, ৯ অক্টোবর ২০১৬



219.jpg
বঙ্গ-নিউজঃ সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা আজ আরেকটু ভালো বলে জানিয়েছেন তার চাচা ফয়জুল ইসলাম। তিনি জানান, খুব ধীরে কিন্তু উন্নতির পথেই রয়েছে সে। আজ রবিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে বাংলা ট্রিবিউনকে এসব কথা জানিয়েছেন তিনি।

বাংলাট্রিবিউনকে তিনি আরও বলেন, আজ সকালেও চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে তাদের। চিকিৎসকরা তাদের জানিয়েছেন, নার্গিসের উন্নতি হচ্ছে যদিও সেটি খুব ধীরে। আর আমরাও এখন আশাবাদী যে নার্গিস সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

ফয়জুল ইসলাম বলেন, আজ সকাল ৯টার সময়েও ডাক্তাররা নার্গিসকে দেখেছেন। এসময় নার্গিসের ভাই শাহীন আহমেদও তাদের সঙ্গে ছিলেন। চিকিৎসকরা পর্যবেক্ষণের পর জানান, নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, এখনও কোনও অবনতি তাদের চোখে পড়েনি।

এদিকে, নার্গিসের আরেক চাচা আব্দুল কুদ্দুস টেলিফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন এ বিষয়ে মামলা সংক্রান্ত প্রয়োজনে। নার্গিস আহত হওয়ার পর তিনিই বাদী হয়ে বদরুলের বিরুদ্ধে মামলা করেন।

নার্গিসের শারীরিক অবস্থার কথা সাংবাদিকদের জানান তার চাচা ফয়জুল ইসলাম

নার্গিসের মা কোথায় এবং তিনি কেমন আছেন জানতে চাইলে ফয়জুল ইসলাম বলেন, মেয়েকে এ অবস্থায় রেখে মা কেমন থাকতে পারেন সেটা বলার অপেক্ষা রাখে না, তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন মেয়েকে মৃত্যুর মুখে রেখে। একইসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আমাদের চাওয়া বদরুলের যেন উপযুক্ত শাস্তি হয়, দৃষ্টান্তমূলক বিচার হয়। এই দেশে যেন আর কোনও বদরুলের জন্ম না হয়।

উল্লেখ্য, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর প্রথমে নার্গিসকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন।

৯৬ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে নার্গিসের অপারেশনকারী চিকিৎসক নিউরো সার্জন ডা.এ এম রেজাউস সাত্তার শনিবার সাংবাদিকদের জানান, ‘খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। তার শরীর রেসপন্স করছে। আগে খাদিজার বাঁচার সম্ভাবনা ছিলো ৫ শতাংশ, এখন সেটা বেড়ে হয়েছে ১০ শতাংশ। সে যখন স্কয়ার হাসপাতালে আসে তখন তার চেতনাশক্তি ছিলো নির্ণায়ক যন্ত্রে ১৫ তে ৬, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০ এ ৬।’

সে সময় স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর ডা. নাজিম উদ্দিন নার্গিসের শারীরিক অবস্থার বিষয়ে কোনও ধরনের গুজব না ছড়ানোর জন্য সবার কাছে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:২৬   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ