বঙ্গ-নিউজঃ বিশেষ অনুষ্ঠান ‘উৎসবে আনন্দে শারদীয়া’।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আগামী ৯, ১০ ও ১১ অক্টোবর এনটিভিতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
কাল ৯ অক্টোবর রবিবার অষ্টমী’র দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘রাজ লক্ষী শ্রীকান্ত’। বুলবুল আহমেদের পরিচালনায় এই ছবিটিতে অভিনয় করেছেন- রাজ্জাক, বুলবুল আহমেদ, শাবানা, এটিএম শামসুজ্জামান প্রমূখ।
রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘শারদীয় উৎসবে’। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌটুসী বিশ্বাস। এতে অংশ নিয়েছেন উর্মিলা শ্রাবন্তী কর, বিজন চন্দ্র মিস্ত্রী, শুভাশীষ ভৌমিক, কবিরুল ইসলাম রতন ও তার দল।
১০ অক্টোবর সোমবার নবমী’র দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘এক বুক জ্বালা’। শাহীন সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন- ফেরদৌস, মৌসুমী, শাকিব খান, মিশা সওদাগর, ডলি জহুর প্রমূখ।
৬টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘উৎসবে আনন্দে শারদীয়া’। মৃণাল দত্ত’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এতে অংশগ্রহণ করেছেন শিল্পী কিরণ চন্দ্র রায়, সন্দীপন, অভিনেত্রী জয়শ্রীকর জয়া ও অনন্যা বণিক। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘শারদীয় দূর্গোৎসব ২০১৬’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় অনুষ্ঠানটি বিভিন্ন পূজা মন্ডপ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি এনটিভি ষ্টুডিওতে উপস্থিত থাকবেন শিল্পী অনিমা রায় ও বিজন মিস্ত্রি। এখানে উপস্থাপনা করবেন শারমিন লীনা।
বিশেষ নাটক ‘সমর্পণ’।
এছাড়াও ঢাকা ও ঢাকার বাইরের পূজা মন্ডপগুলোতে উপস্থিত থাকবেন উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, ইভান সাইরসহ এনটিভি’র কয়েকজন প্রতিবেদক। ঢাকার বনানী, কলাবাগান, ঢাকেশ্বরী, জগন্নাথ হল, তাঁতীবাজার, নারায়নগঞ্জ ও চট্টগ্রামের পূজা মন্ডপ থেকে পূজা আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে।
১১ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী’র দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘বিরহ ব্যথা’। চাষী নজরুল ইসলামের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- রাজ্জাক, ববিতা, এটিএম শামসুজ্জামান প্রমূখ।
দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সমর্পণ’। নাটকটি পরিচালনা করেছেন ইমন তালুকদার। এতে অভিনয় করেছেন- বিদ্যা সিনহা সাহা মীম, নিলয়, চিত্রলেখা গুহ, হাসান ইমাম প্রমূখ।
দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আগমনী আলো’। কাজী মোহাম্মদ মোস্তফা’র প্রযোজনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন- বর্ণালী বিশ্বাস, সাগর রায়, কৌশিক, জয় সরকার।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘মহামায়া’। মৃণাল দত্ত’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বৃষ্টি মজুমদার। এতে সংগীত পরিবেশন করবেন ডা: অরূপ রতন চৌধুরী, তাপসী ঘোষ, চন্ডী পাঠ করবেন প্রমোদ দত্ত, নৃত্য পরিবেশন করবেন কস্তুরী দত্ত ও অনিক বোস। রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘তিথির অতিথি’। সুমন ধরের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- তারিক আনাম খান, উর্মিলা শ্রাবন্তী কর, জোভান, পাপিয়া সরকার প্রমূখ।
বাংলাদেশ সময়: ২২:৪৫:৩৯ ২৫০ বার পঠিত