রাজধানীতে অনুষ্ঠিত হলো তৃতীয় ডিজিটাল মার্কেটিং সামিট

Home Page » অর্থ ও বানিজ্য » রাজধানীতে অনুষ্ঠিত হলো তৃতীয় ডিজিটাল মার্কেটিং সামিট
শনিবার, ৮ অক্টোবর ২০১৬



217.jpg
বঙ্গ-নিউজঃ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) দেশে তৃতীয়বারের মত “ডিজিটাল মার্কেটিং সামিট” নামক বিপণন বিষয়ক দিনব্যাপী এক সম্মেলন আয়োজন করে। হুয়াওয়ে, এসএসডি টেক এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় শনিবার ঢাকার লা মেরিডিয়েন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পাঁচটি কী-নোট সেশন বা মূল প্রবন্ধ উপস্থাপন, দুটি কেইস স্টাডি উপস্থাপন, একটি প্যানেল আলোচোনা, এবং চারটি নির্দিষ্ট ইস্যুভিত্তিক মতবিনিময় অধিবেশনের আয়োজন করা হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো “ডিমিস্টিফাইং ডিজিটাল মার্কেটিং” বা ডিজিটাল মার্কেটিং এর রহস্য উন্মোচন।
এ সম্মেলনে ডিজিটাল মার্কেটিং জগতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেশাজীবি, নীতিনির্ধারক ও শীর্ষস্থানীয় চিন্তাবিদরা একই ছাদের নিচে সমবেত হয়ে পারষ্পরিক মত ও অভিজ্ঞতা বিনিময় করেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেসবুক ক্রিয়েটিভ শপ এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক ফারগাস ও’হেয়ার, আলিবাবা গ্রুপের প্রোডাক্ট অপারেশনস ম্যানেজার মোঃ মেহেদি রেজা, গ্রে গ্রুপের দক্ষিণ পূর্ব এশিয়ার ডিজিটাল লিড রিজিওনাল ডিরেক্টর সুরেশ রামাস্বামী, আইএমআরবি’র মিডিয়া ও রিটেইল বিজনেস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেমান্ত মেহতা, এবং স্পাইডার ডিজিটাল ইনোভেশনস এর সিআইও কাজী মনিরুল কবির।

এছাড়া ডিজিটাল মার্কেটিং এজেন্সি স্ট্র্যাটেগিক ডিজিটাল এবং ম্যাগনিটো ডিজিটাল তাদের দুটি সফল কেইস স্টাডি উপস্থাপনা করে। ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে কিভাবে অর্থবহভাবে ক্রেতাদের আকৃষ্ট করা যায়, তার উপর একটি অন্তর্দৃষ্টিপূর্ণ প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্যানেল আলোচনা পরিচালনা করেন এসএসডি টেক এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মেহদি। এতে অংশগ্রহন করেন আরো পাচজন প্যানেল সদস্য রেকিট বেংকিজার বাংলাদেশ এর মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজীম রেজওয়ান, আমরা নেটওয়াক এর হেড অফ মার্কেটিং সোলায়মান সুখন, স্পাইডার ডিজিটাল ইনোভেশনস এর সিআইও কাজী মনিরুল কবির, এনালাইজেন বাংলাদেশ এর কো-ফাউন্ডার ও দ্য পিপল’স চ্যাম্প রিদওয়ান হাফিজ এবং মোবিরিচ এর ডিজিটাল সার্ভিসের হেড সানজিদ হোসেন।

ডিজিটাল মার্কেটিং জগতের পেশাজীবিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সম্মেলনে চারটি নির্দিষ্ট ইস্যুভিত্তিক মতবিনিময় অধিবেশনের আয়োজন করা হয়। গুগল, আলিবাবা, এসএসডি টেক এবং ওয়েবেবল সহ ডিজিটাল মার্কেটিং জগতের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা এসব নির্দিষ্ট ইস্যুভিত্তিক মতবিনিময় অধিবেশন পরিচালনা করেন। তারা বিভিন্ন দৃষ্টিকোন থেকে ডিজিটাল মার্কেটিং এর নানা বিষয় বিশ্লেষণ করেন।

ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৬ পরিবেশিত হয়েছে হুয়াওয়ে এবং এসএসডি টেক’র সৌজন্যে। এ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টার। সম্মেলনটি আয়োজনে সহযোগিতায় আরো ছিলো ইভেন্ট পার্টনার লা মেরিডিয়ান ঢাকা, নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ (এমএসবি), আইটি পার্টনার আমরা নেটওয়ার্কস, পিআর পার্টনার মাস্টহেড পিআর, এবং সোশ্যাল মিডিয়া পার্টনার ওয়েবেবল ডিজিটাল।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৫৮   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ