আমেরিকার বক্তব্যে দুশ্চিন্তার সাগরে ভাসছে ভারত

Home Page » আজকের সকল পত্রিকা » আমেরিকার বক্তব্যে দুশ্চিন্তার সাগরে ভাসছে ভারত
শনিবার, ৮ অক্টোবর ২০১৬



বঙ্গ-নিউজঃ 161.jpgআমেরিকা কখনো পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র বলবে না বলে জানালেন মার্কিন বিদেশ বিষয়ক মুখপাত্র জন কিরবি। ভারতকে পরমাণু হামলার হুমকি দেয়ায় আমেরিকার সমালোচনার মুখে পড়লেও পাকিস্তান কখনো জঙ্গি রাষ্ট্র ছিল না বলেও মন্তব্য করেন জন কিরবি।

উরি হামলার পর পাকিস্তানকে একঘরে করতে উদ্যোগ নিয়েছে ভারত। আর সেই জন্য ভারতের প্রয়োজন ছিল বৈশ্বয়িক চাপ। যা মার্কিনিদের থেকে আশা করেছিল তারা। কিন্তু কপালে চিন্তার ঘাম বেরোতে দেরি হলো না ভারতের।

জানা গেছে, আমেরিকানরা সিনেটে একটি বিল নিয়ে আসছে যা পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। কিন্তু জন কিরবির পুরো বিষয়কে উড়িয়ে দেয়া ভারতকে আরেকবার দুশ্চিন্তার সাগরে ভাসিয়ে দেয়।

অনলাইন পিটিশনও নেয়া হচ্ছে বলে একসময় কান কথা শোনা গিয়েছিল। তবে সেরকম কিছুই ঘটছে না বলে সরাসরি জানিয়ে দিলেন এই মুখপাত্র।

তিনি বলেন, এই সংক্রান্ত কোনও বিল আনা হচ্ছে আমার জানা নেই ।

তার মতে, এ ধরণের কোনো বিল আনা হলেও, আমেরিকা কখনওই তা সমর্থন করবে না।

আগ্রাসী মনোভাব থেকে কাশ্মীর অধিকৃত এলাকায় জঙ্গি দমনের নাম দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত।যার কারণে ভারতের এসব আগ্রাসনের বিরূদ্ধে পরমাণু হামলার হুমকি দেয় পাকিস্তান।

সে নিয়ে পাকিস্তানকে তিরস্কার করেন মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়াই ভাল বলে পরামর্শ দেন তিনি।

সেই প্রসঙ্গ টেনে কিরবি বলেন, আমার বিশ্বাস, পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকলেও তা নিরাপদে রয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যা মিটিয়ে নিতে হবে ভারত ও পাকিস্তানকে। -সংবাদ মাধ্যম।

বাংলাদেশ সময়: ২২:২৮:২৪   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ