এখনও সিরিজ জেতা সম্ভব: খালেদ মাহমুদ

Home Page » এক্সক্লুসিভ » এখনও সিরিজ জেতা সম্ভব: খালেদ মাহমুদ
শনিবার, ৮ অক্টোবর ২০১৬



বঙ্গ-নিউজঃ 152.jpgক্ষণিকের দিকভ্রান্ত ব্যাটিং পন্ড করে দিয়েছে সব। হাতের মুঠোয় থাকা জয় ফসকে গেছে চোখের পলকে। অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস ডেকে আনে পরাজয়। ১৭ রানে ৬ উইকেট হারিয়ে শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে গেছে বাংলাদেশ। যে হার হতাশায় পুড়িয়েছে গোটা দেশকে।

ক্রিকেটাররা নিজেরাও হতাশ শেষ দিকে এমন লেজে-গোবরে ব্যাটিংয়ের কারণে। ১-০ তে পিছিয়ে পড়েঠে টাইগাররা তিন ম্যাচ সিরিজে। তারপরও সিরিজ জয়ের সুযোগ শেষ হয়ে যায়নি বাংলাদেশের। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন মনে করেন সব শেষ হয়ে যায়নি। তার মতে এখনও ২-১ এ সিরিজ জেতা সম্ভব।

শনিবার টিম হোটেল রেডিসনে সংবাদ মাধ্যমকে খালেদ মাহমুদ বলেন, “এই সিরিজটা থেকে এখনও অনেক কিছু পাওয়ার আছে। ১-০ তে পিছিয়ে থাকলেও সিরিজটা ২-১ হতে পারে। এই বিশ্বাসটা টিমের সবার মধ্যেই আছে। বাকিটা আমরা ম্যাচ কতটা ধরতে পারি, কত ভালো করতে পারি। এ ধরনের ম্যাচে চাপ থাকবেই কারণ তারাও প্রফেশনাল দল। ওয়ানডে দল হিসেবে দারুণ ভালো দল। আমরা বিশ্বাস করি সিরিজটা এখনও জিততে পারি।”

প্রথম ম্যাচের ছোটখাট ভুলগুলো শুধরে আগামীকাল দ্বিতীয় ম্যাচে নতুন উদ্যোমে লড়াই করবে বাংলাদেশ। এমনটাই বলছেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, “আমরা তো দারুণ একটা ম্যাচ খেলেছি। খেলায় জয়-পরাজয় আছে। শেষ মুহূর্তে আমরা হয়তো চাপটা নিতে পারিনি। গতকালের পর না, প্রথম থেকেই আমাদের বিশ্বাস ছিল ইংল্যান্ডকে হারানো মতো দল এখন আমরা। গতকালের পর আত্মবিশ্বাস বাড়বে আমাদের। ছোটখাট যে ভুলগুলো ছিল তা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যোমে খেলাবো, নিঃসন্দেহে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।”

বাংলাদেশ সময়: ২২:২৫:৪৮   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ