পাপনের প্রশ্ন; নাসির কার জায়গায়?

Home Page » এক্সক্লুসিভ » পাপনের প্রশ্ন; নাসির কার জায়গায়?
শনিবার, ৮ অক্টোবর ২০১৬



বঙ্গ-নিউজঃ141.jpg সাকিব আউট হওয়ার পরের বলেই বোল্ড হলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাত নম্বরে এই তরুণের কাছেই শেষ সময়ে বড় কিছু আশা ছিল বাংলাদেশের। তারপরও ছিলেন মোশাররফ হোসেন রুবেল। ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার ভরসা হতে পারেননি। বরং আন্তর্জাতিক বা প্রতিযোগিতামূলক ক্রিকেটে যেন নবীনই তিনি, ঠিক নবীনের মতোই ব্যাটিং করেছেন।

বোলিংয়ে হতাশ করেছিলেন তিনি। ৩ ওভারে ২৩ রান দিয়েছেন। ম্যাচ শেষে তাই শুক্রবার রাত থেকে দেশজুড়ে আলোচনা কেন একাদশের বাইরে নাসির? সাইড বেঞ্চে নাসির থাকতে এমন কাছে এসেও হারতে হয় বাংলাদেশকে। অলরাউন্ডার নাসিরকে একাদশকে না রাখায় টিম ম্যানেজমেন্টের মুন্ডুপাত করেছেন আপামর ক্রিকেটপ্রেমীরা।

নাসির আগামীকাল একাদশে থাকবেন কিনা সেটিও স্পষ্ট নয়। বরং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা শুনলে বুঝা যাচ্ছে, নাসিরের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতিই বলেছেন, নাসিরকে কার জায়গায় নেয়া হবে।

নাসিরের খেলার ব্যাপারে বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, “কার জায়গায়? নাসিরকে আনতে হলে সরাতে হবে মোশাররফ হোসেন রুবেলকে। একজন বাঁহাতি স্পিনার দিয়ে ইংল্যান্ড দলের সাথে খেলা। ওদের এই শক্তিশালী ব্যাটিং লাইন আপ যেখানে নাকি চারজন ডানহাতি হিটার ব্যাটসম্যান আছে। তো এটা রিস্কি হয়ে যায়। মোশাররফ রুবেল কিন্ত ‍এখানে শুধু বোলার হিসেবে আছেন। ওর কাছ থেকে কিন্তু আমরা অন্য কিছু আশা করিনি। কাল ও কিন্তু ডানহাতি বোলারের বিপক্ষে একটাও বল করেনি। যেটা দলের জন্য ভালো হয় সেটাই করবে।”

একাদশ নিয়ে আজ সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেছেন বিসিবি সভাপতি। সে প্রসঙ্গে তিনি বলেন, “এটা নিয়ে আমি সিনিয়র খেলোয়াড়দের সাথে বসেছিলাম। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি এবং পরে আমি কোচদের সাথেও বসেছিলাম। প্রতিপক্ষ দেখে কিন্তু স্কোয়াড ঠিক করতে হয়। একদিক দিয়ে যেমন আমাদের ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে দুটো বাঁহাতি স্পিনার দরকার হয় তেমনি পারফরম্যান্স, ফিল্ডিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজ ওরা বসবে বিকালে। আমার সাথেও যোগাযোগ রাখবে। বসে ঠিক করবে কাল কি স্কোয়াড হবে।

বাংলাদেশ সময়: ২২:২৩:৪৬   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ