মাইলফলকের সামনে তামিম-মুশফিক

Home Page » এক্সক্লুসিভ » মাইলফলকের সামনে তামিম-মুশফিক
শনিবার, ৮ অক্টোবর ২০১৬



বঙ্গ-নিউজঃ 125.jpgশুক্রবার রাতে ইংল্যান্ডের কাছে বাংলাদেশের ২১ রানে হারে বিষন্ন গোটা দেশ। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে মাশরাফি। সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই টাইগারদের। রোববার দল হিসেবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের সঙ্গে তামিম ইকবাল, মুশফিকুর রহিম থাকবেন মাইলফলক টপকানোর মিশনে।

তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশ কাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে সফরকারী ইংল্যান্ডের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। জিটিভি ম্যাচটি সম্প্রচার করবে।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের দ্বারপ্রান্তে আছেন তামিম। বাঁহাতি এই ওপেনার কাল ৫২ রান করলেই ছুঁয়ে ফেলবেন এই মাইলফলক। ১৫৭ ম্যাচে ৩২.৩৩ গড়ে ৪ হাজার ৯৪৮ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। যেখানে আছে ৭টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরি। টেস্ট, ওয়ানডে ও টি-২০ তে দেশের শীর্ষ রান সংগ্রাহকও তামিম।

একই দিনে চার হাজার রান স্পর্শ করার হাতছানি আছে মুশফিকের সামনে। মাত্র ১২ রান দূরে আছেন তিনি। সাকিব, তামিমের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে চার হাজার রান পূর্ণ করতে পারেন তিনি। ১৬২ ম্যাচে ৩১.১৫ গড়ে ৩ হাজার ৯৮৮ রান এখন মুশফিকের ঝুলিতে আছে। ৪টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

৪ হাজার ৫৫৯ রান নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান। ৩ হাজার ৪৬৮ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। তালিকার পঞ্চম স্থানে মাহমুদউল্লাহ রিয়াদ। ২ হাজার ৭৭৩ রান করেছেন তিনি ১২৯ ম্যাচ খেলে।

বাংলাদেশ সময়: ২২:১৯:১৪   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ