গ্রিন ইউনিভার্সিটিতে ক্লাব ফেয়ার ২০১৬

Home Page » আজকের সকল পত্রিকা » গ্রিন ইউনিভার্সিটিতে ক্লাব ফেয়ার ২০১৬
শনিবার, ৮ অক্টোবর ২০১৬



106.jpg
বঙ্গ-নিউজঃনবীন শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করা ও তাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ শনিবার ২০১৬ সালের ক্লাব ফেয়ারের আয়োজন করে।

সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ক্লাব ফেয়ার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু, চিত্রনায়ক আরেফিন শুভ, চিত্রনায়িকা তানহা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মোঃ আসলাম, খোরশেদ আলাম বাবু ও জাতীয় দলের সাবেক ফুটবলার নাছির।

প্রধান অতিথির বক্তব্যে, উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির কেবল সার্টিফিকেট অর্জনই নয়, বরং সু-নাগরিক ও বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতা অর্জনের জন্য সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ হবার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের জন্য গ্রিন বিশ্ববিদ্যালয়ের ১৭টি ক্লাব রয়েছে। ক্লাবগুলো হচ্ছে- ডিবেটিং ক্লাব, গ্রিন বিজনেস ক্লাব, মার্কেটিং ক্লাব, ইংরেজি ক্লাব, স্পোর্টস ক্লাব, ল’ ক্লাব, সোস্যাল বন্ডিং ক্লাব, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ক্লাব, টেক্সটাইল ক্লাব, কম্পিউটার ক্লাব, এফটিডিএম ক্লাব, গ্রিন ওয়ারিয়র ক্লাব, রিডিং সোসাইটি, ফটোগ্রাফী ক্লাব, কালচারাল ক্লাব, থিয়েটার ক্লাব, ব্লাড ক্লাব।

ক্লাবগুলো তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড এ ফেয়ারে প্রদর্শন করে।

এ ক্লাব ফেয়ার আয়োজনে বিশ্ববিদ্যায়ের ছাত্র বিষয়ক পরিচালক ও ট্রেজারার মোঃ শহীদ উল্লাহ মূখ্য ভূমিকা পালন করেন। তাকে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন সহকারী পরিচালক ড. আফজাল হোসেন খান ও আবদুল মালেক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লে. জেনারেল মোঃ মইনুল ইসলাম (এলপিআর), বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (অর্থ), বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২২:১৪:০২   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ