বঙ্গ-নিউজঃ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গা পূজা নির্ভয়ে উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। পূজা উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অ্যাডিশনাল আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এ আহ্বান জানান।
ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। উৎসব উদযাপন আমাদের শত বছরের ঐতিহ্য। এটা কেউ বিনষ্ট করতে পারবে না। বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে সামনে এগিয়ে চলছি। এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
হিন্দু ধর্মাবলম্বীসহ সবাইকে নিশ্চিন্তে উৎসব উদযাপনের অভয় দিয়ে তিনি বলেন, ‘আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে। আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করুন। আশা করি, শান্তিপূর্ণভাবে আমারা শেষ করতে পারবো।’
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডিশনাল আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পূজারিদের আশ্বস্ত করে বলেন, ‘আমরা যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি তাতে নিশ্চয়তা দিতে পারি, পূজা উদযাপনে কোনও সমস্যা হবে না। পূজারিরা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারেন।’
বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যেকোনও ধরনের সমস্যা মোকাবিলায় আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। আপনারা স্বাচ্ছন্দে পূজা উদযাপন করুন। আমরা দেশের মানুষের নিরাপত্তায় পাশে ছিলাম, আছি এবং থাকবো। দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করে সোনার বাংলা গড়ে তুলবো।’
জঙ্গি ও সন্ত্রাসীদের ‘সংখ্যালঘু’ আখ্যা দিয়ে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘এদেশে কোনও সংখ্যালঘু নেই। একমাত্র সংখ্যালঘু হলো জঙ্গি ও সন্ত্রাসীরা। এদের সমূলে ধ্বংস করা হবে।’
তিনি আরও বলেন, ‘আগে মানুষ সীমান্তের ওপারে যেতেন পূজা উদযাপনে। এখন আর সেই দিন নেই। অন্যান্য দেশ থেকে মানুষ এখন আমাদের দেশে পূজা উদযাপন করতে আসেন। বিগত বছরগুলোতে আমাদের পূজামণ্ডপ অনেক বেড়েছে। অনেক ব্যয়বহুল এই পূজার আয়োজন বৃদ্ধি পাওয়া মানে আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। আর এই উন্নতি সবার একসঙ্গে হচ্ছে বলে পূজামণ্ডপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার কোনও ধরনের শঙ্কা ছাড়া পূজা উদযাপন করুন। আমরা আপনাদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নিয়েছি।’
এসময় তিনি জঙ্গিদের উদ্দেশ্যে বলেন, ‘ইদুরের গর্তে থেকে হুমকি দেবেন না। বাঙালি বীরের জাতি। বাইরে বেরিয়ে আসেন। কঠোর হস্তে মোকাবিলা করা হবে।’
উল্লেখ্য,শুক্রবার মূল মণ্ডপে দেবী আসীন হওয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মঙ্গলবার বিজয়া শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন করা হব। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকাসহ সারা দেশে কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ৮:৫৮:২৭ ৩০৬ বার পঠিত