ইমরুলের হাফ সেঞ্চুরি, বাংলাদেশ ১৩৫/৩

Home Page » আজকের সকল পত্রিকা » ইমরুলের হাফ সেঞ্চুরি, বাংলাদেশ ১৩৫/৩
শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬



87.jpg
বঙ্গ-নিউজঃ প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ইমরুল কায়েস। এবার সেই ফর্মটা তিনি বয়ে আনলেন মূল সিরিজেও। ইংল্যান্ডের দেয়া ৩১০ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ এগুচ্ছে তার ব্যাটে ভর করেই। ক্যারিযারের ১৩তম হাফ সেঞ্চুরি করেছেন ইমরুল। আউট হয়ে গেছেন তামিম ইকবাল, সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫ রান।

সঙ্গী তামিম-সাব্বির ফিরলেও উইকেটে অটল ছিলেন ইমরুল। শুরুতে ঝড়ো ব্যাটিং করা ইমরুল ৫৫ বলে করেছেন হাফ সেঞ্চুরি। তামিমের সঙ্গে ৪৬ রানের পর সাব্বিরের সঙ্গেও ৩৬ রানের জুটি গড়েন ইমরুল। তৃতীয় উইকেট জুটিতে মাহমুদউল্লাহও বেশিক্ষণ স্থায়ী হলেন না এই বাঁহাতি ওপেনারের সঙ্গে। ৫০ রানের জুটিটা ভাঙে মাহমুদউল্লাহ সুইপ শটে ডিপ মিডউইকেটে ধরা পড়লে। তিনি ২৫ রান করেন।

ধীর-স্থির শুরু করলেও তামিম ব্যাট হাতে স্বস্তিতে ছিলেন না। ইনিংসের ১০ম ওভারে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। ৩১ বলে করেন ১৭ রান। দ্বিতীয় উইকেটে ইমরুল-সাব্বিরের জুটিটাও জমে যাচ্ছিল প্রায়। কিন্তু সেই জুটি বিচ্ছিন্ন হয় ৩৬ রান যোগ করে। জ্যাক বলকে পুল করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন সাব্বির। মিড উইকেটে অসাধারণ ক্যাচ নেন উইলি। ক্যাচ ধরে ভারসাম্য রাখনে না পেরে বাউন্ডারির বাইরে চলে যান তিনি বল শূন্যে ভাসিয়ে। পরে আবার ফিরে এসে বল তালুবন্দি করেন। সাব্বির ১৮ রান করেন।

এর আগে বেন স্টোকসের প্রথম সেঞ্চুরিতে ইংল্যান্ড ৮ উইকেটে ৩০৯ রান করে। দুবার জীবন পাওয়া স্টোকস ১০১ রান করেন। ৬৩ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ডকে পথ দেখায় স্টোকস ও অভিষিক্ত ডাকেটের ১৫৩ রানের জুটি। ডাকেট ৬০ রান করেন। শেষ দিকে বাটলারের ৩৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে তিনশো পার হয় ইংল্যান্ডের স্কোর। বাংলাদেশের মাশরাফি, সাকিব ও শফিউল ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২১:১৩:২৫   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ