‘খাদিজার অবস্থা জানা যাবে শনিবার’

Home Page » আজকের সকল পত্রিকা » ‘খাদিজার অবস্থা জানা যাবে শনিবার’
শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬



বঙ্গ-নিউজঃ 313.jpgসিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় ‘সঙ্কটাপন্ন’ কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি; এ বিষয়ে শনিবার সকালে বিস্তারিত জানাবেন চিকিৎসকরা।

স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন শুক্রবার দুপুরে এ তথ্য জানান ।

তিনি বলেন, খাদিজাকে ‘পর্যবেক্ষণে’ চিকিৎসকদের দেয়া ৭২ ঘণ্টা সময় শেষ হচ্ছে বিকেল ৫টায়।

“তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। যেহেতু অবস্থার অবনতি হয়নি, তাই বলা যায় কিছুটা ইতিবাচক। আজকের দিনটি দেখে শনিবার সকালের দিকে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।”

সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা গত সোমবার বিকালে স্নাতক পরীক্ষা শেষে এমসি কলেজ কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর কলেজ ক্যাম্পাসেই হামলার শিকার হন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম তাকে কুপিয়ে আহত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকায় আনা হয়। স্কয়ার হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার বিকালে তার অস্ত্রোপচারের পর চিকিৎসক রেজাউস সাত্তার বলেছিলেন, মাথায় মারাত্মক আঘাত পাওয়া এই কলেজছাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা ৫ থেকে ১০ ভাগ।

পরিস্থিতির উন্নতি হলে তার হাতসহ শরীরের অন্য জখমের জন্যে ‘অর্থোপেডিক চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছিলেন নিউরোসার্জন সাত্তার।

ঘটনার পরপরই কলেজের শিক্ষার্থীরা বদরুলকে ধরে পুলিশে দেয়। পরদিন তাকে আসামি করে সিলেটের শাহ পরাণ থানায় মামলা করেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।

খাদিজাকে কুপিয়ে আহত করার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদরুলকে বহিষ্কার করেছে। বদরুল হামলার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০১:৩৯   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ