রামপাল প্রকল্প বন্ধে এবার মোদিকে খোলা চিঠি

Home Page » আজকের সকল পত্রিকা » রামপাল প্রকল্প বন্ধে এবার মোদিকে খোলা চিঠি
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬



411.jpg
বঙ্গ-নিউজঃ রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের জন্য এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে খোলা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

এর আগে গত ২৮ জুলাই একই দাবিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছিল জাতীয় কমিটি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক আনু মুহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, ওয়ার্কার্স পার্টির নেতা জাহাঙ্গীর আলম ফজলু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু প্রমুখ।

সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ বলেন, ‘এবার এ প্রকল্প বাতিলের উদ্যোগ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেব। এ জন্য আগামী ১৮ অক্টোবর, জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে মিছিল করে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতের কাছে এই চিঠি হস্তান্তরের কর্মসূচি নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ প্রকল্প বাতিলের দাবিতে আগামী ১৩ অক্টোবর সারাদেশের বিভাগীয় ও জেলা শহরে সমাবেশ এবং ২৬ নভেম্বর ‘চল চল ঢাকা চল’ এই স্লোগানে ঢাকায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ওইদিন সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান, সংবাদ সম্মেলনে উপস্থিত ওয়ার্কার্স পার্টির নেতা জাহাঙ্গীর আলম ফজলু।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৫০   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ