অায়নাবাজি’র অন্য রেকর্ড!

Home Page » বিনোদন » অায়নাবাজি’র অন্য রেকর্ড!
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬



310.jpg
বঙ্গ-নিউজঃ দেশের অন্যতম প্রেক্ষাগৃহ রাজধানীর স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেল ভিন্ন এক সুখবর। তাদের এ খবরের অন্যতম উপদান হলো অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’।

প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ জানায়, ছবিটি এখন দিনে ১০টি করে প্রদর্শনী চলছে। যা তাদের প্রেক্ষগৃহের ইতিহাসে দিনে সর্বোচ্চ সংখ্যক প্রদর্শনীর রেকর্ড
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ছবিটি নিয়ে আমরা বিপুল সাড়া পেয়েছি। তাই সিনেপ্লেক্সে ৬টি হলে এ ছবিটিই বেশি প্রধান্য পাচ্ছে। দিনে সর্বোচ্চ ১০টি করে প্রদর্শনী করার পরও দর্শক সামলানো বেশ কঠিন হয়ে পড়ছে।’
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেলো, মাল্টি এ প্রেক্ষাগৃহের অগ্রিম টিকিট একদিন আগে পাওয়ার কথা থাকলেও আগের দিন সকালেই তার সব বিক্রি হয়ে যাচ্ছে। এমনটি ঘটেছে আজ (বুধবার) দুপুরেও। অনেকে টিকিট না পেয়ে ফিরেও যাচ্ছেন।
এদিকে প্রেক্ষগৃহ কর্তৃপক্ষ জানালো, এর আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবিটিও এমন সাড়া ফেলেছিল। ছবিটি টানা আড়াই মাস এই সিনেপ্লেক্সে চলে। তবে তাদের ধারণা, ‘আয়নাবাজি’ সে রেকর্ডও ছাড়িয়ে যাবে।
‘আয়নাবাজি’ গত ৩০ সেপ্টম্বর মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই এটি দেশব্যাপী বেশ ভালো সাড়া ফেলে। বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে ‘আয়নাবাজি’র শিল্পীদের তুমুল প্রশংসা চলছে এখন।
ছবিতে মূলত তিনটি চরিত্র। তাতে আছেন- চঞ্চল চৌধুরী, নাবিলা এবং পার্থ বড়ুয়া। তবে এই তিন চরিত্রের মধ্যে ‘আয়নাবাজি’র গল্পের শুরুটা ‘আয়না’ নামের চঞ্চলকে ধরেই।
‘আয়নাবাজি’র চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। কনটেন্ট ম্যাটার্সের প্রযোজনায় এতে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা প্রমুখ।
আয়নাকে নিয়ে অমিতাভা-নাবিলার ‘বাজি’।
ছবিটি চলতি সপ্তাহে চলছে দেশের ২১টি প্রেক্ষাগৃহে। এগুলো হলো- স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলি সিনেপ্লেক্স, বলাকা (নিউমার্কেট), আনন্দ (ফার্মগেট), শাহীন (ক্যান্টনমেন্ট), রাণীমহল (ডেমরা), তাজ (নওগাঁ), গৌরী (শাহজাদপুর), চান্দনা (জয়দেবপুর), ছবিঘর (ঝিনাইদহ), সেনা (সাভার), মিনিগুলশান (জিঞ্জিরা), চম্পাকলি (টঙ্গি), কল্লোল (মধুপুর), দর্শন (ভৈরব), ছায়াবাণী (ময়মনসিংহ), সংগীতা (খুলনা), কেয়া (টাঙ্গাইল) এবং চালা (সিরাজগঞ্জ)।
‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা জানান, আসছে শুক্রবার চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার নতুন নতুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

বাংলাদেশ সময়: ৯:০৯:২৩   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ