গুলশান হামলার সন্দেহভাজনদের তালিকা থেকে তাহমিদ মুক্ত

Home Page » এক্সক্লুসিভ » গুলশান হামলার সন্দেহভাজনদের তালিকা থেকে তাহমিদ মুক্ত
বুধবার, ৫ অক্টোবর ২০১৬



210.jpgবঙ্গ-নিউজঃ হামলাকারীর সাথে অস্ত্র হাতে তাহমিদের এ ছবি অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল।

বাংলাদেশের গুলশানে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক তাহমিদ হাসিব খানকে মঙ্গলবার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকার একটি আদালত।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রতিবেদন অনুযায়ী তাহমিদ হাসিব খানকে আদালত অব্যাহতি দিয়েছে।

ঢাকার গুলশান এলাকায় অভিজাত হলি আর্টিজান রেস্তোরাঁয় গত পয়লা জুলাই জঙ্গি হামলায় ১৭ জন বিদেশী ও দুজন পুলিশ সদস্যসহ মোট ২২ জন নিহত হয়।

হামলার পর যাদের জীবিত উদ্ধার করা হয় বা ছেড়ে দেয়া হয়, তাদের মধ্যে তাহমিদ হাসিব খান অন্যতম। ঘটনার পর সংশ্লিষ্টতার সন্দেহে ঢাকার নর্থ সা‌উথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকেও আটক করা হয়।তাহমিদ এরই মধ্যে জামিন পেলেও হাসনাত করিমকে মূল মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গুলশান হামলার সাথে সম্পৃক্ততার সন্দেহে ঘটনার পরপরই এই দু’জনকে জিজ্ঞাসাবাদের কথা জানানো হলেও এক পর্যায়ে বলা হয় যে তারা আর পুলিশের হেফাজতে নেই। তবে হাসনাত করিমের সাথে তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

কিন্তু শেষ পর্যন্ত কয়েকদিন আগে পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে গুলশান হামলার সাথে তাহমিদ হাসিব খানের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি।

গত রোববার তাহমিদকে আদালত জামিন দিলে সেদিন রাতেই তিনি মুক্তি পান।

তাহমিদের মুক্তির জন্য তার পরিবার এবং বন্ধুদের তরফ থেকে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রচারণাও করা হয়েছিল।

হলি আর্টিজান বেকারীর ছাদে একজন হামলাকারীর সাথে অস্ত্র হাতে তাহমিদের দাড়িয়ে থাকার ছবি বহু প্রশ্নের জন্ম দিয়েছিল। সে ছবিতে তাহমিদ হাসিব খানের সাথে হাসনাত করিমও ছিলেন।

কিন্তু তাহমিদ এবং হাসনাতের পরিবার বরাবরই দাবী করে আসছে তারা ছিলেন পরিস্থিতির শিকার ।

বাংলাদেশ সময়: ২১:৪৩:৫৫   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ