আত্মসমর্পন করা জঙ্গীদের নিয়ে কী করবে বাংলাদেশ

Home Page » অর্থ ও বানিজ্য » আত্মসমর্পন করা জঙ্গীদের নিয়ে কী করবে বাংলাদেশ
বুধবার, ৫ অক্টোবর ২০১৬



19.jpg
বঙ্গ-নিউজঃ আত্মসমর্পণকারী এক কথিত জঙ্গীর হাতে চেক তুলে দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান

বাংলাদেশে সম্প্রতি কয়েকটি জঙ্গী ইসলামী সংগঠনের কর্মীরা স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে পুলিশের কাছে আত্মসমর্পন করেছে।

বুধবার বগুড়ায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এবং র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের উপস্থিতিতে নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী জামাতুল মোজাহেদিনের দুজন কথিত সদস্য আত্মসমর্পন করে। এদের একজন আবদুল হাকিম, যাকে গুলশান হামলায় অংশগ্রহণকারী খায়রুল ইসলাম পায়েলের বন্ধু বলে বর্ণনা করা হচ্ছে। আত্মসমর্পনকারী অপরজনের নাম মাহমুদুল হাসান।

এর আগে যশোরেও একই ভাবে আত্মসমর্পণ করেছিল নিষিদ্ধ আরেকটি সংগঠন হিজবুত তাহরিরের তিন সদস্য।

আত্মসমর্পণ করা এই সাবেক জঙ্গীদের নিয়ে সরকার এখন কী করবে? বিবিসি বাংলার কাদির কল্লোল এ নিয়ে কথা বলেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে।

তিনি বলেন, “আত্মসমর্পণকারী জঙ্গীরা যদি ইতোমধ্যে কোন অন্যায় করে থাকেন, কোন হত্যাকান্ডে অংশ নিয়ে থাকেন, তাহলে তাদের আইন অনুযায়ী বিচার করা হবে। আর যদি না করে থাকে, তাহলে আমরা সিদ্ধান্ত নেব কি থেকে কি করা যায়।”
আত্মসমর্পণকারী জঙ্গীদের নিয়ে কি করা হবে তা এখনো পরিস্কার নয়

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, “এরা আত্মগ্লানিতে ভুগছে। এরা ফিরে এসেছে, সেটাই বড় কথা। এখন এদের যদি কাউন্সেলিং এর দরকার হয়, চিকিৎসার দরকার হয়, মনোবিজ্ঞানীর সাহায্য প্রয়োজন হয়, যা যা দরকার, সবই আমরা করবো। আমরা চাই এরা মূল রাস্তায় ফিরে আসুক।”

তিনি আরও বলেন, “আমরা কাউকে অন্যায়ভাবে শাস্তিও দিতে চাই না, কাউকে পৃষ্ঠপোষকতাও করতে চাই না। এরা যাতে সুস্থ পথে ফিরে আসে, সেজন্যে যা করার দরকার, আমরা তাই করবো।”

বাংলাদেশ সময়: ২১:৩৯:২৪   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ