জঙ্গিদের ফিরে আস‍ার সুযোগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Home Page » জাতীয় » জঙ্গিদের ফিরে আস‍ার সুযোগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ৫ অক্টোবর ২০১৬



28.jpg
বঙ্গ-নিউজঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী জঙ্গিদের পুনর্বাসনের স‍ুযোগ দিতে নির্দেশ দিয়েছেন। আমরা তাদের সুযোগ দিতে চাই। সুযোগ পেয়েও যারা আলোর পথে আসবে না, তাদের নির্মূল করা হবে।

বুধবার দুপুরে বগুড়ার শহীদ মিলনায়তনে দুই জঙ্গির আত্মসমর্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে অনেকেই আত্মসমর্পণ করতে শুরু করেছে, আরও করবে। তবে মদদদাতা যারা ঘাপটি মেরে আছে- তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এতে সভাপতিত্ব করেন র‌্যাব ১২-এর অধিনায়ক ডিআইজি শাহাবুদ্দিন।

সভায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, যারা ধর্মের ব্যানার ব্যবহার করে অশান্তি সৃষ্টি করছে। তাদের ডানা ছিঁড়ে ফেলা হবে।

বেনজীর বলেন, জেল, ফাঁসি নয়- ভালোবাসা দিয়ে আমরা জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। ভুক্তভোগী পরিবারের প্রতি আমাদের আহ্বান থাকবে, কোনো সন্তান যদি জঙ্গিবাদে জড়িয়ে যায়- আপনারা তাদের আত্মসমর্পণ করতে উৎসাহ দিন। কেউ আলোর পথে ফিরে আসতে চাইলে আমাদের দরজা খোলা রয়েছে।

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, র‌্যাব তার জন্মলগ্ন থেকে জঙ্গি দমনে কাজ করছে। এ পর্যন্ত এক হ‍াজার ২১৬ জনকে আটক হয়েছে। যাদের মধ্যে ৬৪৩ জনের সরাসরি জেএমবি সম্পৃক্ততা রয়েছে।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার মেজর এএফএম আজমল হোসেন খানের সঞ্চালনায় এ সমাবেশে অন্যান্যের মধ্যে বগুড়া সদরের এমপি নুরুল ইসলাম ওমর, র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বেনজীর আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, আত্মসমর্পণকারী জঙ্গি মাহমুদুল হাসান বিজয়ের মা আকতার জাহান, জঙ্গি আবদুল হাকিমের বড় ভাই আবদুল হালিম, জেলা ইমাম-মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা আবদুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, র‌্যাব, পুলিশ, বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩০:০২   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ