নিরাপদ অভিবাসনের জন্য স্থায়ী সমাধান চায় বাংলাদেশ’

Home Page » জাতীয় » নিরাপদ অভিবাসনের জন্য স্থায়ী সমাধান চায় বাংলাদেশ’
বুধবার, ৫ অক্টোবর ২০১৬



37.jpg
বঙ্গ-নিউজঃ পররাষ্ট্র সচিব এম শহীদুল হক
অভিবাসন প্রক্রিয়া নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল করার জন্য বাংলাদেশ একটি বৈশ্বিক-স্থায়ী সমাধান চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি বলেন, ‘জাতিসংঘে এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। আগামী দুই বছর এ বিষয়ের ওপর আলোচনার পর ২০১৮ সালে এ ব্যবস্থা গৃহীত হবে।’ মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত মাইগ্রেন্টস ইন ক্রাইসিস সিচুয়েশন বিষয়ক এ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘অভিবাসন একটি বাস্তবতা। প্রয়োজনীয় বিষয়। কিন্তু বিশ্বের অনেক দেশই এটি চায় না।’ দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য অভিবাসন একটি উপায় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অভিবাসন সমস্যায় নেই কিন্তু অভিবাসীরা সমস্যায় আছে। অভিবাসীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য এ প্রথমবারের মতো আলোচনা হচ্ছে।’

এম শহীদুল হক বলেন, ‘গত পাঁচ বছর আগেও কোনও বৈশ্বিক সংস্থায় অভিবাসন নিয়ে কয়েকটি দেশের প্রতিরোধের কারণে আলোচনা করা যেত না। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন অভিবাসন নিয়ে সবদেশের প্রধানদের নিয়ে জাতিসংঘে আলোচনা করছেন। এটি একটি নতুন পরিবর্তন এবং এ বিষয়ে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখছে।’

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরিচালক মোহাম্মাদ আবদিকার বলেন, ‘বর্তমানে সাড়ে ছয় কোটি লোক তাদের বাস্তুভিটা হারিয়েছে। অভিবাসীদের অধিকার সুরক্ষার জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে।’

বিস-এর চেয়ারম্যান মুন্সি ফায়েজ আহমেদ বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্বাচনে অভিবাসনকে নেতিবাচকভাবে ব্যবহার করা হচ্ছে। অভিবাসীদের খারাপ বলা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ৮:৪৩:০৯   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ