পুঁজিবাজারে সূচক ও লেনদেনে পতন

Home Page » অর্থ ও বানিজ্য » পুঁজিবাজারে সূচক ও লেনদেনে পতন
সোমবার, ৩ অক্টোবর ২০১৬



101.jpg
বঙ্গ-নিউজঃ দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে আর্থিক লেনদেনের পরিমাণ। রোববার লেনদেনে এ পতন হয়েছে। স্টক এক্সচেঞ্জ দুটি’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.২৬ পয়েন্ট কমে ৪৬৯০.৯৩ পয়েন্টে দাড়িয়েছে। আগেরদিন ৪.৫৮ পয়েন্ট বেড়ে ৪৬৯৫.১৯ পয়েন্টে দাঁড়িয়ে ছিল। যা গত সাড়ে ১১ মাস বা ২০১৫ সালের ১৫ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ ছিল।

এদিকে রোববার ডিএসইতে ৫৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ৬৮১ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ১৫০ কোটি ৩৬ লাখ বা ২২.০৬ শতাংশ।

ডিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩৯টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এমজেএল বিডি’র শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিলের ১৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।

লেনদেনে এরপর রয়েছে- বিবিএস, লংকাবাংলা ফাইন্যান্স, বিএসসি, ইয়াকিন পলিমার, ডরিন পাওয়ার জেনারেশন, শাহজিবাজার পাওয়ার ও সিএমসি কামাল।

এদিকে সিএসইর সিএসইএক্স সূচক ১৮.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮৭৬৭.৩১ পয়েন্টে। আগেরদিন এ সূচক বেড়েছিল ২৭.১২ পয়েন্ট।

এদিন সিএসইতে ৩০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ৩২ কোটি ৪৫ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৪   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ