চট্টগ্রামে স্যামসাং ইলেকট্রনিক্সের ব্র্যান্ড শপ উদ্বোধন

Home Page » অর্থ ও বানিজ্য » চট্টগ্রামে স্যামসাং ইলেকট্রনিক্সের ব্র্যান্ড শপ উদ্বোধন
সোমবার, ৩ অক্টোবর ২০১৬



82.jpg
বঙ্গ-নিউজঃ স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এই প্রথমবারের মতো বন্দর নগরী চট্টগ্রামে ব্র্যান্ড শপ উদ্বোধন করেছে। ব্র্যান্ড শপটি চট্টগ্রামের দেওয়ানহাটের ডি টি রোডের খাজা সায়মা টাওয়ারের ২৬৮ নম্বর দোকানে অবস্থিত।

স্যামসাং-এর এই নতুন ব্র্যান্ড শপটিতে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রাহকরা এক ছাদের নিচে উপভোগ করতে পারবেন স্যামসাং- এর সব পণ্য কেনার সুবিধা।

এক হাজার ৮০০ স্কয়ার ফুটের এই শপে প্রদর্শিত হবে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়ভে ওভেন, ওয়াশিং মেশিন এবং স্মার্টফোনসমূহ। এতে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর ওয়ান স্টপ শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকদের প্রতি স্যামসাং- এর প্রতিশ্রুতিরই অংশ।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ- এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড- এর ম্যানেজিং ডিরেক্টর মো. রুহুল আলম আল মাহবুব এই ব্র্যান্ড শপের উদ্বোধন করেন। এতে আরও উপস্থিত ছিলেন স্যামসাং- এর হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ, কী অ্যাকাউন্ট ম্যানেজার সাইফুল ইসলাম, এফইএল- এর সেল্স ডিরেক্টর মোহাম্মদ মেসবাহ উদ্দীন এবং হেড অব রিটেইল এন্ড সেল্স অপারেশন মশিউর রহমান।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ- এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, “স্যামসাং- এর প্রতিশ্রুতি অনুযায়ী সম্মানিত গ্রাহকদের কেনাকাটার অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই ব্র্যান্ড শপটি উদ্বোধন করা হয়েছে। আমরা আশা করি, আবাসিক ও বাণিজ্যিক এলাকার খুবই নিকটে অবস্থিত এই ব্র্যান্ড শপটি ওয়ান স্টপ সল্যুশন দিয়ে সর্বোচ্চ সংখ্যক গ্রাহকদের সকল ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। সম্মানিত গ্রাহকদের সেরা মানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে আমরা দেশব্যাপী ২০০ ব্র্যান্ড শপ উদ্বোধন করার পরিকল্পনা নিয়েছি।

বাংলাদেশ সময়: ২২:২৪:৫৬   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ