দেশের স্বার্থে বিএনপি আপস করবে না : মির্জা আলমগীর

Home Page » জাতীয় » দেশের স্বার্থে বিএনপি আপস করবে না : মির্জা আলমগীর
সোমবার, ৩ অক্টোবর ২০১৬



15.jpg বঙ্গ-নিউজঃ জনগণ ও দেশের স্বার্থে বিএনপি আপস করবে না, কাউকে আপস করতেও দেবে না; এমনকি জনবিরোধী যেকোনো প্রকল্প করা হলে তা প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কারিগরি, অর্থনৈতিক এবং পরিবেশগত ত্রিমাত্রিক বিপত্তি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রামপাল প্রকল্পের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে মির্জা আলমগীর বলেন, শুধু রাস্তায় নামলে হবে না। এসব এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে সচেতন করতে হবে। সমস্যা চিহিৃত করে লিফলেট তৈরি করে বিতরণ ও ছোট ছোট জনসভা করতে হবে।

বিএনপির এই মহাসচিব আরো বলেন, বিদ্যুৎ আমদের প্রয়োজন- এ কথা কেউ অস্বীকার করে না। তবে সুন্দরবন ধ্বংস করে নয়। সুন্দরবনের বিনিময়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র চাই না। এ সরকার যেহেতেু অবৈধ, জনগণের প্রতিনিধিত্ব নেই এবং সে কারণে জনগণের কাছে তাদের জবাবদিহি না থাকায় এ রকম ক্ষতিকারক প্রকল্প হাতে নিতে পারে। এই অবৈধ সরকারের প্রত্যেকটি প্রকল্পই অবৈধ। সরকারের পক্ষ থেকে যেসব প্রকল্প হাতে নেওয়া হয় তা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ , বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রশিদ হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গাজী, সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, ড. সুকোমল বড়ুয়া, জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোস্তাহিদুর রহমান, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০৩:১১   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ