কাশ্মিরে ভারতীয় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ৩ জন নিহত

Home Page » জাতীয় » কাশ্মিরে ভারতীয় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ৩ জন নিহত
সোমবার, ৩ অক্টোবর ২০১৬



121.jpg
বঙ্গ-নিউজঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ফের সেনা ও বিএসএফ ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য নিহত এবং এক সেনা আহত হয়েছেন। হামলার সঙ্গে-সঙ্গে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন ভারতীয় সেনারা। এ সময় গুলিতে দুই জঙ্গি নিহত হয়।এনডিটিভি ও রয়টার্স জানায়, রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ হামলা চালানো হয়। সন্ত্রাসীরা কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লা জেলা শহরের ৪৬ রাষ্ট্রীয় সেনা রাইফেলসের একটি ঘাঁটিতে প্রথম হামলা চালায়। পরে পাশের বিএসএফ ঘাঁটিতে হামলা হয়।

জানা যায়, সেনাঘাঁটির কাছাকাছি একটি পার্কের মধ্য দিয়ে হামলা চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত পৌনে ২টা) দুপক্ষের মধ্যে লড়াই চলছিল। হামলায় ৪-৫ জন সন্ত্রাসী অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জঙ্গিরা ক্যাম্পের ভেতর ঢুকতে পারেনি বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ।

পুলিশ জানায়, বারামুল্লার ৪৬ রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্পের সামনে প্রথমে গ্রেনেড বিস্ফোরণের মধ্য দিয়ে হামলার সূচনা। এরপর গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা।

রাতে বারামুল্লার এসপি ইমতিয়াজ হুসেন রয়টার্সকে বলেন, ওই সেনাঘাঁটির কাছে ব্যাপক গোলাগুলি চলছে। আবিদ নবী নামে নিকটবর্তী এলাকার এক বাসিন্দা বলেন, আমরা ব্যাপক বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পাচ্ছি।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনাসদস্য নিহত হন। সে সময় চার সন্ত্রাসীও নিহত হয় ভারতীয় সেনাদের গুলিতে। ওই হামলার জন্য পাকিস্তানি সন্ত্রাসীদের দায়ী করছে ভারত। এর প্রতিক্রিয়ায় গত বুধবার পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। তাদের দাবি, ওই অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী হতাহত হয়েছে। অবশ্য এ ধরনের কোনো হামলার কথা নাকচ করেছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ৯:৫৬:৫৭   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ