ঝালকাঠিতে শিশু নির্যাতন মীমাংসায় চাপ, মানববন্ধন

Home Page » প্রথমপাতা » ঝালকাঠিতে শিশু নির্যাতন মীমাংসায় চাপ, মানববন্ধন
রবিবার, ২ অক্টোবর ২০১৬



81.jpg বঙ্গ-নিউজঃ  ঝালকাঠিতে পুকুরে গোসল করায় প্লাস দিয়ে মো. সাব্বির নামে এক শিশুর নখ তুলে ফেলার ঘটনা মীমাংসার জন্য চাপ দিচ্ছে আওয়ামী লীগের একটি অংশ।

শনিবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন নির্যাতিত শিশুর বাবা নূরে আলম।

তিনি দাবি করেন, জেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) মো. সালাইউদ্দিন তার ছেলের ওপর নির্মম নির্যানত চালানোর পর এখন আওয়ামী লীগের লোকজন পাঠিয়ে বিষয়টি মীমাংসা জন্য চাপ সৃষ্টি করছে।

সকালে জেলা পরিষদের সামনে তার বাড়িতে যান ৫/৭ জন ব্যক্তি। তারা আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দিয়ে তাকে সালাহউদ্দিনের সঙ্গে বৈঠক করে মীমাংসা করে নিতে বলেন। তিনি পরিবারের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়ে দেন ওই আওয়ামী লীগ নেতাকর্মীদের। মীমাংসার জন্য চাপ সৃষ্টিকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের তিনি চিনলেও নাম প্রকাশ করেননি।

নূরে আলম অভিযোগ করেন, তার ছেলে হাসপাতালের বিছানায় কাতরালেও নির্যাতনকারী সালাহউদ্দিন বা পক্ষে কেউ সাব্বিরকে দেখতে যায়নি। কোন খোঁজ-খবরও নেয়নি। অথচ মীমাংসার জন্য লোক পাঠিয়ে চাপ দিচ্ছে।

তিনি আগামীকাল রোববার এ ঘটনায় ঝালকাঠি থানায় মামলা করার কথাও জানান।

এদিকে কুতুব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সাব্বিরের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবিতে শনিবার বিকেল ৫টায় মানববন্ধন করেন এলাকাবাসী।

জেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সাব্বিরের স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাব্বিরের বাবা নূরে আলম, প্রতিবেশী মো. ফারুক হোসেন, হানিফ হোসেন ও মো. শহীদ।

মানববন্ধনে অংশ নিয়ে সাব্বিরের বাবা নূরে আলম বলেন, আমার ছেলেকে মারধর ও হাতের নখ তুলে নেয়ার ঘটনায় আমি থানায় মামলা করবো শুনে সালাহউদ্দিন আওয়ামী লীগের লোকজন পাঠিয়ে আমাকে মামালা না করার হুমকি দেন। জোর করে আমাকে মীমাংসার বসতে বলছে তারা। তাদের কোন চাপই আমি ভয় করি না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ছুটির পরে জেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় শিশু সাব্বির। গোসল করার অপরাধে সাব্বিরকে লাঠিদিয়ে পিটিয়ে আহত করার পরে প্লাস দিয়ে ডান হাতের একটি আঙুলের নখ তুলে দেয় জেলা পরিষদের গোপনীয় সহকারী মো. সালাহউদ্দিন।

বাংলাদেশ সময়: ১০:৪৫:১৪   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ