সিরিজ জিততে মরিয়া আফগানরা

Home Page » ক্রিকেট » সিরিজ জিততে মরিয়া আফগানরা
শনিবার, ১ অক্টোবর ২০১৬



5.jpg বঙ্গ-নিউজঃ প্রথম ম্যাচটা জিততে জিততে হেরে গিয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে তারা। চলমান সিরিজে এখন পযন্ত সেরা ক্রিকেট খেলা দলটা আফগানিস্তানই। সিরিজ জয়ের স্বপ্নে বিভোর আফগানরা বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। শুক্রবার অনুশীলনের পর বিসিবি একাডেমিতে জুম্মার নামাজ আদায় করে গোটা দলটা।

নামাজ শেষে যাওয়ার পথে ক্যামেরা হাতে ফটো সাংবাদিক দেখতেই যেন শৃঙ্খলা ফিরিয়ে আনল আফগান ক্রিকেটাররা নিজেদের মাঝে। নওরোজ মঙ্গল সামনে ডেকে আনেন অধিনায়ক আজগর স্ট্যানিকজাইকে। নিজেদের মাঝে আলাপ-চারিতায় হাস্যরসে মেতে থাকতেই দেখা গেল তাদের। সময়টা ভালোই উপভোগ করছে তারা।

এর মাঝেই আফগানরা স্বপ্ন বুনছে শনিবার বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের। নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্য আলিঙ্গনের।

কোচ লালচাঁদ রাজপুত জানালেন, “কাল (শনিবার) আফগানিস্তান সিরিজ জয়ের জন্যই মাঠে নামবে। ছেলেদের বলেছি ইতিবাচক ক্রিকেট খেলতে। ম্যাচটা জিতলে এটা আফগানিস্তানের জন্য বড় ইতিহাস হবে। আমি শুধু দলটার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছি। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হারানো দল। তারা আন্তর্জাতিক দল। ছেলেদের বলেছি, তাদের হারাতে হলে টি-২০’র মতো ব্যাটিং বাদ দিয়ে ধৈয্য ধরে খেলতে হবে। তাই আমি আশাবাদি যদি আমরা ধারাবাহিকতা ধরে রেখে সেরা ক্রিকেট খেলতে পারি, তবে সিরিজ জিততে পারবো।”

সাবেক কোচ ইনজামাম-উল-হক ও বর্তমান কোচ রাজপুতই আফগান দলে পরিবর্তন এনেছেন। শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সেটিই জানালেন, হাসমতউল্লাহ শাহিদি। তিনি বলেন,”প্রতিপক্ষ যেই হোক, রাজপুত স্যার সবসময় ইতিবাচক ক্রিকেট খেলতে বলেন আমাদের। আমাদের ব্যাটিং নিয়ে অনেক কাজ করছেন। ৫০ ওভারের ক্রিকেট খেলার টেকনিক ও মানসিকতা গড়ে তোলায় ভূমিকা রাখছেন। সিঙ্গেল নিয়ে শেষ পর্যন্ত খেলা টেনে নেওয়ার শিক্ষা দিচ্ছেন।”

এখানেই শেষ নয়। ভবিষ্যতেও এভাবে বড় দলগুলোর বিরুদ্ধে সিরিজ জিততে চায় আফগানিস্তান। বড় দলের সঙ্গে আরও সিরিজ খেলতে মুখিয়ে আছে তারা। হাসমতউল্লাহ শাহিদি বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে তাদের মাটিতে আমরা প্রথম সিরিজ খেলছি। আশা করি এটাই শেষ নয়। প্রতিটি দলের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চাই। ভবিষ্যতেও ভালো খেলতে চাই এবং ম্যাচ জিততে চাই।”

বাংলাদেশ সময়: ১১:০৩:৩৭   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ