আফগানদের থামাবে বাংলাদেশের জয়োৎসব!

Home Page » ক্রিকেট » আফগানদের থামাবে বাংলাদেশের জয়োৎসব!
শনিবার, ১ অক্টোবর ২০১৬



4.jpg বঙ্গ-নিউজঃ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-আফগানিস্তান লড়াইটার বয়স বছর দুইয়ের বেশি কিছু হয়েছে। পাঁচবারের সাক্ষাতে ৩-২ এ বাংলাদেশ এগিয়ে। কিন্তু এই স্কোরলাইন চলমান সিরিজে ঘরের মাঠে আফগানদের কাছে টাইগারদের খাবি খাওয়ার চিত্রটা স্পষ্ট করতে সক্ষম হবে না। ক্রিকেটে প্রচলিত বাজে দিনের গল্পতে টাইগারদের দুটি হারই ঢেকে দেওয়া সম্ভব!

সর্বশেষ হারটা অবশ্য বৃহদাকায় প্রভাব বিস্তার করে বসেছে বাংলাদেশের ক্রিকেটে। তাই সেই হারের পীড়ন হাড়ে হাড়ে টের পাচ্ছে টাইগাররা। আইসিসি সহযোগী আফগানদের বিরুদ্ধে সিরিজ হারের লজ্জা চোখ রাঙাচ্ছে মাশরাফি বাহিনীকে। সেটি ছাড়াও ওয়ানডে র্যা ঙ্কিংয়ের অবনমন ফনা তুলে বসে আছে। সবমিলিয়ে বৈরী একটা পরিবেশ তৈরি হয়ে গেছে।

২১তম ওয়ানডে সিরিজ জয়, শততম ওয়ানডে জয়ের স্বাদ পাওয়ার হাতছানিকে দূরে ঠেলে টাইগারদের খুঁজতে হচ্ছে লজ্জা এড়ানোর কৌশল। ত্রাহি মুধুসূদন দশা কাটাতে হলে শনিবার জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শনিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১-১ এ সমতা বিরাজ করা সিরিজের শেষ ম্যাচটা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বেলা আড়াইটায়। জিটিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

আফগান কোচ লালচাঁদ রাজপুত শুক্রবার অনুশীলন শেষে নির্ভার ও চপল হাসিতে জানালেন, শনিবার পুরো চাপটাই বাংলাদেশের উপর থাকবে। ঘরের মাঠ, দর্শক সবই তাদের। আমরা ইতিবাচক ক্রিকেট খেলে সিরিজ জিততেই চাই। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য পেতে সেরা ক্রিকেট খেলবে আফগানিস্তান।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চাপ তত্ত্বকে বিভক্ত করে দিতে চান। তার মতে, শনিবার ম্যাচে দুই দলই চাপে থাকবে। কারণ সিরিজ জয়ের সমান সুযোগ আছে দুই দলের সামনেই। ক্রিকেটীয় দৃষ্টিকোনের সব বিভাগেই বাংলাদেশ এগিয়ে আফগানদের চেয়ে। দুই ম্যাচেই নিজেদের সেরাটা খেলেছে তারা। কিন্তু বাংলাদেশ এখনও পারছে না নিজেদের স্বাভাবিক ক্রিকেটটাই খেলতে। মাশরাফি আফগানদের কৃতিত্ব দিচ্ছেন। সঙ্গে আগের ম্যাচের হার ভুলে নিজেদের সহজাত ক্রিকেট খেলতে।

মাশরাফি বলেন, “আমি যেই জায়গায় আসতে চাচ্ছি তা হল, আমাদের প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করার থেকে আমাদেরকে নিয়ে বেশি চিন্তা করা উচিত। আমরা কি খেলছি..আমাদের পরিকল্পনা কি? আমি এটাই বলছি আমরা আমাদের খেলার মধ্যে ব্যাড ডে গিয়েছে। এমন না যে আমরা আফগানিস্তানকে ছোট করছি। ব্যাড ডে টা নিয়ে ভেবে আবার মাঠে নামলে মেন্টালি ও মোরালি আমাদের আরও ডিস্টার্ব হতে পারে। এমন কিছু না ভেবে আমরা গত এক-দেড় বছর যেটা ভেবেছি, যেভাবে ইতিবাচক ক্রিকেট খেলেছি সেভাবেই ক্রিকেট চেষ্টা করছি। যদি আফগানিস্তান আমাদের থেকে বেটার খেলে অবশ্যই ওটা তাদের দিন হতে পারে। আমি মনে করি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে আত্মবিশ্বাসী হয়ে খেলাই বেটার।”

ব্যাটিংটাই বড় চিন্তার বিষয় বাংলাদেশের জন্য। টপঅর্ডারদের বড় ইনিংস খেলতে হবে। বিশেষ করে সৌম্যর রানে ফেরাটা জরুরী। রোদ চকচকে পরিবেশে ব্যাটিং ট্র্যাকে খেলে ব্যাটসম্যানদের ছন্দে ফেরানোর টার্গেট থাকবে স্বাগতিকদের। আবহাওয়া স্বাভাবিক থাকাও তাই গুরুত্বপূর্ণ। সাকিব, তাইজুলের সঙ্গে মোশাররফসহ বাংলাদেশের একাদশে থাকতে পারে তিন বাঁহাতি স্পিনার। সম্ভাবনা আছে তাইজুলকে বসিয়ে শেষ ম্যাচের জন্য দলে আসা মোশাররফকে খেলানোর। সেক্ষেত্রে তিন পেসারই খেলবে। মাশরাফির সঙ্গে তাসকিন এবং শফিউল সুযোগ পেতে পারেন। সকালে উইকেটের চিত্র দেখেই একাদশ ঠিক করবে বাংলাদেশ।

শনিবার ৩১৫তম ম্যাচে শততম ওয়ানডে জয় আনতে নিজেদের সেরা ক্রিকেট খেলতেই হবে বাংলাদেশকে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৫৫   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ