বিকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, গণঅভ্যর্থনা দিতে প্রস্তুত আওয়ামী লীগ

Home Page » এক্সক্লুসিভ » বিকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, গণঅভ্যর্থনা দিতে প্রস্তুত আওয়ামী লীগ
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬



 

 

sheikh-hasina-bangladesh.jpgবঙ্গ নিউজ ঃ দুই সপ্তাহব্যাপী যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার বিকেলে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ব্যাপক শোডাউনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, ৩০ সেপ্টেম্বর শুক্রবার যুক্তরাজ্য, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী ঢাকায় পৌছানোর পর বিমানবন্দর থেকে গণভবনে ফেরার সময় তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে। কানাডায় গ্লোবাল ফাণ্ড এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছেড়ে যান তিনি।

আওয়ামী লীগ সূত্র জানায়, কানাডা ও যুক্তরাষ্ট্র সফরকালে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনৈতিক, সামাজিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলপ্রসু বৈঠক, জাতিসংঘের ৭১তম অধিবেশনে ভাষণ প্রদান এবং জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’-এ সম্মানীত হওয়ায় তাকে তাকে গণঅভ্যর্থনা দেয়া হবে।

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছালে আওয়ামী লীগসহ ১৪ দল, সহযোগী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হযরত শাহজালাল বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল ফ্লাইওভার, হোটেল রেডিসন, কাকলী-বনানী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, সামরিক জাদুঘর, জাতীয় সংসদ ভবন মোড় ও গণভবন পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবে।

আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনগুলো ইতোমধ্যে নানা আলোচনা করে কে কোথায় দাঁড়াবে সেটি ঠিক করে নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়ন, সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে অভ্যর্থনা কর্মসূচিতে উপস্থিত থাকতে নির্দেশনা ও অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘সফল সফর শেষে প্রধানমন্ত্রীর ফেরার দিন রাজপথে বিশাল শোডাউন হবে। মনে রাখার মতো একটি গণঅভ্যর্থনার আয়োজন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। অপেক্ষা শুধু প্রধানমন্ত্রীর দেশে ফেরার।’

বাংলাদেশ সময়: ২৩:২৯:০২   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ