”জঙ্গিবাদ রুখতে” আহলে সুন্নাত ওয়াল জমাআতের মতবিনিময় সভায় বক্তারা

Home Page » এক্সক্লুসিভ » ”জঙ্গিবাদ রুখতে” আহলে সুন্নাত ওয়াল জমাআতের মতবিনিময় সভায় বক্তারা
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬



14469628_1040387989412038_9160230076389775228_n.jpg

বঙ্গ-নিউজঃ জঙ্গিবাদ রুখতে ইসলামের শান্তিবাদী
সূফিতাত্ত্বিক দর্শন প্রসারিত করতে হবে
জঙ্গিবাদ বিরোধী জাতীয় জাগরণ সৃষ্টি, বিশ্বব্যাপী মুসলিম গণহত্যা বন্ধ করা এবং ইসলামের শান্তির বাণী সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ১২ নভেম্বর রাজধানী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠেয় সুন্নি মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটি আজ ২৮ সেপ্টেম্বর বুধবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে (কাজীর দেউড়ি টাইম স্কয়ার) এক মতবিনিময় সভার আয়োজন করে। বৃহত্তর চট্টগ্রামের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ির সুন্নি উলামা, পীর-মাশায়েখ, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম.এ. মতিন। মতবিনিময় সভায় উলামা মাশায়েখ ও বুদ্ধিজীবীগণ বলেন, সুন্নিয়ত ও সূফিভাবধারার চরম শত্রু জঙ্গিবাদ এখন বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। সুন্নি সূফি চিন্তাধারার অনুসারীদের জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হওয়া জঙ্গিবাদ রুখতে জাতীয় জাগরণ অনিবার্য হয়ে উঠেছে। বক্তারা বলেন, জঙ্গিবাদিদের আদর্শিকভাবে মোকাবিলা করতে ইসলামের শান্তি, কল্যাণমুখী ও সূফিতাত্ত্বিক চিন্তাধারা ও দর্শন বহুমাত্রিক উপায়ে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। জাতীয় জাগরণ ছাড়া জঙ্গিবাদি অভিশাপ থেকে নিষ্কৃতি মিলবে না। এ লক্ষ্যে পীর, উলামা, মাশায়েখসহ নানা স্তরের ব্যক্তিদেরকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বক্তারা বলেন, বিশ্বজুড়ে আজ মুসলিম গণহত্যা চলছে। শক্তিধর মোড়ল দেশগুলো মুসলিম দেশগুলোকে দাবিয়ে রাখতে সীমাহীন নিপীড়ন চালাচ্ছে। দেশে দেশে মুসলমানদের স্বার্থ, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় এবং ইসলামের ঐতিহাসিক নিদর্শনসমূহ সুরক্ষায় মুসলিম দেশের নেতৃত্বকে বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আহলে সুন্নাত ওয়াল জমাআত নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উলামা মাশায়েখ নেতৃবৃন্দ বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা ও শান্তির বাণী যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে ব্যর্থতার ফলে জঙ্গিবাদ আজ উদ্বত ফণা তুলছে। এই মনুষ্যরূপী দানবদের রুখতে জাতীয় জাগরণ ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলে বক্তারা উল্লেখ করেন। বর্তমান বৈরী পরিস্থিতি থেকে উত্তরণে পীর-মাশায়েখদের মধ্যে বৃহত্তর ঐক্য ও সমন্বিত পদক্ষেপ জরুরি বলে বক্তারা মতব্যক্ত করেন। মতবিনিময় সভায় উলামা মাশায়েখ ও বিশিষ্টজনরা বর্তমান সময়ে করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষা ব্যবস্থায় গলদ ও ত্রুটির কারণে দেশে আদর্শ নাগরিক সৃষ্টি হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নবী-ওলী, বুজুর্গ ও ইসলামী মনীষীদের জীবনী শিক্ষা ব্যবস্থার সকল পর্যায়ের পাঠ্যপুস্তকে তুলে ধরে আদর্শ নাগরিক তৈরির পথ সুগম করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয়ক কমিটির সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন দরবারের পীর, উলামা মাশায়েখ ও বিশিষ্টজনদের মধ্যে অতিথি ও আলোচক ছিলেন, চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, আল্লামা এম.এ. মান্নান, আল্লামা আবদুশ শাকুর নক্সবন্দী, সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী, আল্লামা বদরুদ্দোজা বারী, অধ্যক্ষ আল্লামা সোলায়মান আনসারী, শায়খুল হাদীস কাজী মঈনুদ্দিন আশরাফী, সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলাহ, মাওলানা আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী, অধ্যক্ষ মাওলানা আবুল ফরাহ ফরিদ উদ্দীন, আল্লামা আবুল কাশেম নুরী, পেয়ার মুহাম্মদ কমিশনার, অধ্যক্ষ মুহাম্মদ হারুনুর রশীদ , পীরে তরীক্বত খাজা মোবারক আলী, পীরে তরীক্বত মুহাম্মদ মঈনউদ্দীন নুরী, কাজী মহসিন চৌধুরী, সাহাবুদ্দীন চৌধুরী, আব্দুল জব্বার চৌধুরী, কাজী সোলাইমান চৌধুরী, আল্লামা খুরশীদ আলম , উপাধ্যক্ষ জুলফিকার আলী, অধ্যক্ষ ইসমাইল নোমানী , অধ্যক্ষ তৈয়্যব আলী, অধ্যক্ষ জামেইয়ুল আকতার আশরাফী, ফরমান উল্লাহ সুলতানপুরী, সম্পদবিল্লা সুলতানপুরী, অধ্যক্ষ খলিলুর রহমান নিজামী, মাওলানা সাইফুদ্দীন, নুর মুহাম্মদ আল কাদেরী,এডভোকেট জাহাঙ্গীর আলম, মাওলানা মুদাচ্ছের হাশেমী, গোলামুর রহমান আশরাফ শাহ, নাঈমুল ইসলাম পুতুল, এম এন ইসলাম জিহাদী, নাসির উদ্দীন মাহমুদ, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মাওলানা আশরাফ হোসাইন, সাদেক হোসাইন পাপ্পু, অধ্যক্ষ সোয়াইব রেজা, আব্দুল কাদের চানমিয়া, সৈয়্যদ মুহাম্মদ আবু আজম, সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, সাদেকুর রহমান খান, জি.এম শাহাদত হোছাইন মানিক, নিজামুল করিম সুজন, সৈয়দ মুহাম্মদ খোবাইব, মুহাম্মদ ফরিদুল ইসলাম, এস এম নিয়ামত উল্লাহ মামুন, সরোয়ার উদ্দীন চৌধুরী, আবদুল কাদের রুবেল, দিদারুল ইসলাম কাদেরী, শাহাব উদ্দীন, রিয়াজ হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:১৪:৩৯   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ