ধোনির মুখ খোলা উচিত ছিল, বলেছেন শৌরভ

Home Page » খেলা » ধোনির মুখ খোলা উচিত ছিল, বলেছেন শৌরভ
রবিবার, ২ জুন ২০১৩



sourav_2640086307.jpgতোহা,
বঙ্গ-
নিউজ
ডটকমঃফিক্সিং বিতর্কে মহেন্দ্র
সিং ধোনির
বিবৃতি দেওয়া উচিত
ছিল
বলে জানালেন
সৌরভ
গাঙ্গুলি।
সৌরভ
বলেন,
আইপিএল-
সিক্সে স্পট
ফিক্সিং বিতর্কে ধোনির
অবস্থান
জানানো উচিত
ছিল।
সঙ্গে অবশ্য
ভারতের
প্রাক্তন
অধিনায়ক বললেন, “জানি ধোনি এখন খুব কঠিন
জায়গায় আছে। তবে একটা ছোট লাইনের বিবৃতি হলেও
ওর দেওয়া উচিত ছিল।”
প্রথম কয়েকটা দিন ধোনি এই বিষয়ে অনেক প্রশ্নের
মুখে পরে একবারও মুখ খোলেননি। পরে অবশ্য
দেশজুড়ে সমালোচনার পর চ্যাম্পিয়ন্স
ট্রফি খেলতে ইংল্যান্ডে পৌঁছে ধোনি বলেছিলেন,
সঠিক সময়ে সব বলব।
এদিকে, প্রাক্তন ক্রিকেটাররা দাবি তুললেন শুধু
শ্রীনিবাসন পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান
হবে না। তাঁদের মতে ক্রিকেটের সম্মান
ফেরাতে সর্বস্তরে আপাদামস্তক পরিবর্তন জরুরী।
আইপিএলকে সার্কাসের আখ্যাও দিয়েছেন
প্রাক্তনীরা।
রবিবার সবার নজর থাকবে চেন্নাইয়ের দিকে। বোর্ড
সভাপতি হিসাবে হয়ত রবিবারই
হতে চলেছে শ্রীনিবাসনের শেষ দিন। ভারতীয় ক্রিকেট
মহলের সিংহভাগও মনে করছে এরকম
একটি পরিস্থিতিতে শ্রীনিবাসনের সরে যাওয়াই উচিত।
কিন্তু তা মানতে নারাজ প্রাক্তন ক্রিকেটারের একাংশ।
তাঁরা প্রশ্ন তুলেছেন শ্রীনিবাসন পদত্যাগ করলেই
কি সব সমস্যার সমাধান হয়ে যাবে?
আইপিএল বন্ধ করার ব্যাপারেও সরব প্রাক্তনীরা।
তাঁদের মতে আইপিএলে ক্রিকেট ছাড়া সবকিছু হয়।
এমনকি আইপিএলকে সার্কাসের আখ্যা দিয়েছেন তাঁরা।
বিনোদন নয়, সম্মান নিয়ে ক্রিকেট ফিরে আসুক নিজের
জায়গায়, এমনই দাবি তুলেছেন প্রাক্তনীরা।

বাংলাদেশ সময়: ২৩:০৫:২০   ৪৪১ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ