চলচ্চিত্র পরিচালনায় ডিপজলের মেয়ে ওলিজা

Home Page » আজকের সকল পত্রিকা » চলচ্চিত্র পরিচালনায় ডিপজলের মেয়ে ওলিজা
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬



18.jpgবঙ্গ-নিউজঃ ঢাকা, ২৬ সেপ্টেম্বর ঢাকাই ছবির ডেঞ্জারম্যান খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার চলচ্চিত্র পরিচালনা করবেন বলে ঘোষণা দিয়েছেন। ওলিজা বর্তমানে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশুনা করেছেন। এছাড়া মেকআপের ওপরও তিনি সেখান থেকে একটি কোর্স সম্পন্ন করেছেন।

অবশ্য বাবার রোমান্টিক বা অ্যাকশন ধারার সিনেমা দিয়ে তার সিনেমাযাত্রা শুরু হবে না। ওলিজার প্রথম ছবি হবে ভৌতিক ধাঁচের। এরইমধ্যে ছবিটির গল্প লেখার কাজ শুরু হয়েছে। গল্প লিখছেন ছটকু আহমেদ। অল্প কিছুদিনের মধ্যেই ছবিটির ক্যামেরা চালু হওয়ার কথা রয়েছে।

আরেকটি সুখবর হলো ডিপজল আবারো চলচ্চিত্র প্রযোজনায় ফিরছেন। একই সঙ্গে কয়েকটি ছবির গল্প লেখার কাজও শুরু করেছেন। আগামী বছরই তার নতুন ছবির শুটিংয়ের কাজ শুরু করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, অভিনেতা ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট হিসেবে ইতোমধ্যে বেশ নাম করেছেন। বিশ্বের বিখ্যাত মডেলদের মেকআপসহ বিভিন্ন ফ্যাশন শোতে অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে ইতোমধ্যে তিনি কাজ করেছেন। লন্ডনস্থ রেডব্রিজ ইনস্টিটিউটে তিনি মেকআপ-এর সহকারী শিক্ষক হিসেবে বর্তমানে নিয়োজিত আছেন। ফ্যাশন শোতে বিশ্বখ্যাত মডেলদের সাথে কাজ করার পাশাপাশি একটি সিনেমায়ও লিড মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। মেরি হেলেন ভয়েড পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সামান্থাস চয়েস’-এ তিনি পুরো মেকআপ-এর দায়িত্বে ছিলেন। এ সিনেমাটি এবারের কান চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম শাখায় প্রদর্শিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৩১   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ