সৈয়দ হক রয়ে গেলেন পরানের গহীনে

Home Page » আজকের সকল পত্রিকা » সৈয়দ হক রয়ে গেলেন পরানের গহীনে
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬



21.jpg
বঙ্গ-নিউজঃ কেন্দ্রীয় শহীদ মিনারে কবিকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ

‘আলো নিভে যায়, নিভে যায় আলো একে একে জানালায়। থেমে যায় গান, তারপরও প্রাণ; বাঁশিটির মতো বেজে চলে যেন সবই আছে সবই ছিলো।’ সৈয়দ শামসুল হক চলে গেলেন, কিন্তু রয়ে গেলেন হাজারও পাঠক ভক্তকুলের পরানের গহীনে।

গতকাল মঙ্গলবার স্বজন-বন্ধু-দুর্জনদের কাঁদিয়ে চলে যান তিনি। ক্যান্সারে আক্রান্ত এ কবি জীবন সায়াহ্নে বলেছেন, ‘কত লেখা এখনও বাকি’। লেখা হলো না বটে, কিন্তু সৈয়দ হকের অসামান্য অবদানগুলো রয়ে গেল বইয়ের পাতায় পাতায়।

কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ শামসুল হককে শেষ বিদায় জানালেন ভক্ত অনুরাগীরা। শহীদ মিনারে ১১ টায় তার মরদেহ আনা হলে ঠিক তার কবিতার মতো বেজে ওঠে গত জুনে লেখা কবিতা- ‘ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে/ ধূপের গন্ধের মতো তোমাদের শান্ত সন্ধ্যাকালে/সমস্ত দিনের শেষে থেকে যাবো নদী পারাপার/তখনো যাত্রীর দেখা পাওয়া যাবে এই নদী পার।

মরদেহ শহীদ মিনারে এলে প্রথমেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর সর্বস্তরের মানুষ মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর পর রামেন্দ্র মজুমদার বলেন, ‘তিনি যে জায়গায় হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। তার প্রায় পৌনে ২০০ কবিতা, ৮টি গল্পসহ অসংখ্য রচনা রয়েছে। তিনি জীবনে সময়ের অপচয় করেননি। তিনি তার যে সৃষ্টি রেখে গেছেন তার বাংলা সাহিত্যের জন্য বিপুল সম্ভার। আমরা সেগুলো পড়লে সমৃদ্ধ হবো। তার রচিত মঞ্চনাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ নাটক। সবচেয়ে বড় কথা তার বুকে ছিল বাংলাদেশ ও বঙ্গবন্ধু।’

নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘বাংলা কাব্য সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি যেই ধারার লেখক এ ধরনের লেখকের নাটক জনপ্রিয় হয় বিষয়টি তা নয়। কিন্তু সেটা নতুন উচ্চতায় নিয়ে যায়। তার নাটকগুলো ছিল উচ্চমানের। তিনি চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে বসে শেকসপিয়ারের হ্যামলেট নাটকের অনুবাদ করেছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন,‘তার মতো বলিষ্ঠ লেখক বাংলা সাহিত্যে কম এসেছেন। তাকে হারিয়ে অপূরণীয় ক্ষতি হলো। একে একে সব সাহসী মানুষগুলো চলে যাচ্ছে।’

আশিবছরের তেজদীপ্ত জীবনাবসানও যেন মেনে নিতে পারছেন না সহযোদ্ধারা। সাহিত্যে এত উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন, কেটে দেখেন দাগ, সেই বলিষ্ঠ কবি ফিরবেন না ভেবে কফিনের পাশে মুহূর্ত কাটালেন স্বজনরা। এমনকি যারা কবির কাছে যেতে সাহস করেননি শ্রদ্ধা ও না-জানার ভয়ে, তারাও আজ মিলিত হলেন কবির হৃদয়ে।

সৈয়দ হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক বলেন, ‘আমি বাবা হারিয়েছি, কিন্তু এখন তো মনে হচ্ছে বাংলাদেশ একজনকে হারিয়েছে। এতো শ্রদ্ধা দেখে আমার গর্ব হচ্ছে।’

সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক,ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন সব্যসাচী। ১৯৬৪ সালে মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার পান সৈয়দ শামসুল হক। ১৯৫০-এর দশকে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’। পরে ‘খেলারাম খেলে যা’, ‘নিষিদ্ধ লোবান’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘নীল দংশন’, ‘বারো দিনের জীবন’, ‘তুমি সেই তরবারী’, ‘কয়েকটি মানুষের সোনালী যৌবন’, ‘নির্বাসিতা’র মতো বিখ্যাত উপন্যাস উপহার দিয়েছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘একদা এক রাজ্যে’, ‘বৈশাখে রচিত পঙক্তিমালা’, ‘পরানের গহীন ভিতর’, ‘অপর পুরুষ’, ‘অগ্নি ও জলের কবিতা’। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘নুরুলদীনের সারা জীবন’ সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাট্য।

বাংলাদেশ সময়: ১৭:১৮:০৩   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ