ফরিদপুরে দাফনকালে কেঁদে ওঠা নবজাতক ঢাকায়

Home Page » আজকের সকল পত্রিকা » ফরিদপুরে দাফনকালে কেঁদে ওঠা নবজাতক ঢাকায়
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬



m-a-t.jpgবঙ্গ-নিউজঃফরিদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফফরিদপুরে মৃত ঘোষণার ছয় ঘণ্টা পর কবর দেওয়ার সময় কেঁদে ওঠা নবজাতককে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে।শনিবার বিকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির আর্থিক সহযোগিতায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয় বলে জানান নবজাতকের দাদা আবুল কালাম মিয়া।

বৃহস্পতিবার রাতে ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে জন্মের দুই ঘণ্টা পর নবজাতককে মৃত ঘোষণা করা হয়। শুক্রবার সকালে কবর দেওয়ার আগে সে কেঁদে ওঠে। তাকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

দাদা আবুল কালাম বলেন, “চিকিৎসকরা তাকে বৃহস্পতিবারই ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আর্থিক অবস্থা ভাল না থাকায় আমরা নিতে পারিনি।

“শনিবার দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি তার চিকিৎসার ভার বহন করার আগ্রহ প্রকাশ করেন এবং হেলিকপ্টার যোগে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া ব্যবস্থা করেন।”

ফরিদপুর সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ খোন্দকার মো. আবদুল্লাহ হিস সায়াদ বলেন, “২৪ সপ্তাহে ভূমিষ্ঠ হওয়া ৭০০ গ্রাম ওজনের নবজাতক ঝুঁকিতে রয়েছে। এ কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়। ভাল পরিচর্যা পেলে সুফল পাওয়া যেতে পারে।”

নবজাতক গালিবা হায়াতকে বিদায় জানাতে শত শত মানুষ হাসপাতাল ও স্টেডিয়ামে ভিড় করেন। উপস্থিত সবাই তার আরোগ্যলাভের প্রার্থনা করেন।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ওই হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজখবর নেন।

নবজাতক ফরিদপুর শহরের কমলাপুর এলাকার বাসিন্দা জেলা ক্রিকেট দলের খেলোয়াড় নাজমুল হুদা (২৬) ও আইনজীবী নাজনীন আক্তারের (২৩) প্রথম সন্তান।

বৃহস্পতিবার মৃত ঘোষণার পর রাত ৩টায় কবর দিতে গেলে পৌরসভার গোরস্থানের তত্ত্বাবধায়ক তাদের শুক্রবার সকালে যেতে বলেন। রাতে তাকে কবরস্থানেই একটি কার্টনে করে রেখে দেওয়া হয়। শুক্রবার সকালে কবর দেওয়ার আগে নবজাতক কেঁদে ওঠে।

এ ঘটনায় হাসপাতালটির বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে। গঠিত হয় তদন্ত কমিটি।

বাংলাদেশ সময়: ৮:০৪:২৮   ৫১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ