গোলাগুলির পর গ্রেপ্তার নিউ ইয়র্কের ‘বোমাবাজ’

Home Page » আজকের সকল পত্রিকা » গোলাগুলির পর গ্রেপ্তার নিউ ইয়র্কের ‘বোমাবাজ’
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬



বঙ্গ-নিউজ:nyblasht-arrest.jpgনিউ ইয়র্কের ম্যানহাটনের বিস্ফোরণে মূল সন্দেহভাজন আফগান বংশোদ্ভূত যুবকটিকে গোলাগুলির পর গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ।আহমাদ খান রাহামিকে নামে ওই ব‌্যক্তিকে সোমবার নিউ জার্সি থেকে ধরা হয় বলে রয়টার্স জানিয়েছে।

নিউ জার্সির এলিজাবেথ শহরের মেয়র ক্রিস বোলওয়েজের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, নিউ ইয়র্ক থেকে প্রায় ২০ মাইল দূরে লিনডেনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গোলাগুলির পর রাহামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

গত শনিবার ম্যানহাটনের চেলসি এলাকায় বিস্ফোরণসহ নিউ ইয়র্ক ও নিউ জার্সির বেশ কয়েকটি বোমা হামলার ঘটনায় জড়িত থাকতে পারেন সন্দেহে ২৮ বছর বয়সী এই যুবকের ছবি প্রকাশ করেছিল কর্তৃপক্ষ।

দুই তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বোমা হামলার পরিকল্পনায় আরও অনেকেই জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

চেলসির বিস্ফোরণস্থলের কাছ থেকে প্রমাণ উপাদান সংগ্রহ করছেন এফবিআই-র কর্মকর্তারা

চেলসির বিস্ফোরণস্থলের কাছ থেকে প্রমাণ উপাদান সংগ্রহ করছেন এফবিআই-র কর্মকর্তারা

চেলসি এলাকায় শনিবারের বিস্ফোরণটি ঘটানো হয়েছে স্প্লিন্টার ভর্তি প্রেশার কুকার বোমার মাধ‌্যমে। ওই বিস্ফোরণের কিছুক্ষণ পর কয়েক ব্লক দূরে একই ধরনের আরেকটি বোমা পাওয়া যায়।

২০১৩ সালে বোস্টন ম্যারাথনে এ ধরনের বোমা ব্যবহার করেই হামলা চালানো হয়েছিল।

আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিশেষভাবে তৈরি দুটি বোমাতেই ফ্লিপ মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর নকশা করা হয়েছিল।

ম্যানহাটনের চেলসির বিস্ফোরণটিতে ২৯ জন আহত হন।

বাংলাদেশ সময়: ০:৩৬:৫৪   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ