ভিয়েতনাম যুদ্ধের ছবি ফিরিয়ে আনলো ফেসবুক

Home Page » প্রথমপাতা » ভিয়েতনাম যুদ্ধের ছবি ফিরিয়ে আনলো ফেসবুক
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০১৬



facebook-changed-their-decision-about-panam-girl-picture.jpgবঙ্গ-নিউজঃ অশ্লীলতার অভিযোগ তুলে কদিন আগে ভিয়েতনাম যুদ্ধের বিখ্যাত ছবি ‘নাপাম গার্ল’ সরিয়ে ফেলেছিলো ফেসবুক। কেউ ওই ছবি শেয়ার দিলে, ফেসবুক তা ডিলিট করে ফেলছিলো। এরপর বিশ্বজুড়ে শুরু হয় তুমুল সমালোচনা। ফেসবুক অশ্লীল ছবি ও ঐতিহাসিক ছবির গুরুত্ব বুঝতে পারেনি বলে অভিযোগ উঠে। সমালোচনার মুখে ছবিটি আবার ফিরিয়ে এনেছে ফেসবুক।ছবিটিতে দেখা যায়, ভিয়াতনাম যুদ্ধের সময় কয়েকজন আতঙ্কগ্রস্ত শিশু ভয়ে রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে। তাদের মধ্যে নয় বছরের একটি মেয়ে শিশুর শরীরে কোনো পোশাক নেই। এই ছবিটি ‘নাপাম গার্ল’ নামে বিখ্যাত। পোশাকবিহীন মেয়েটির ছবির কথা উল্লেখ করে ফেসবুক তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়।

তারপরই শুরু হয় তুমুল সমালোচনা। ফেসবুক সমালোচনার জবাবে বলে, যদি কোনো ছবিতে কোনো নারীর গোপন অঙ্গ, পশ্চাদদেশ বা উন্মুক্ত বক্ষ দেখা যায়, তবে ফেসবুক তা প্রকাশ করে না। এটি ফেসবুকের নিয়ম বহির্ভুত।

কিন্তু ছবিটি যে যুদ্ধের ভয়াবহতা বহন করে এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, ফেসবুক তা প্রথমে এড়িয়ে যায়। এরপর নরওয়ের বিখ্যাত পত্রিকা অফটেনপোস্টেন ছবিটি তাদের পত্রিকায় প্রকাশ করে, সেটা আবার ফেসবুকে প্রকাশ করে।

এরপর ফেসবুক তাদেরকে বলে ছবিটি ঝাপসা করে পোস্ট করতে। এ বিষয়ে অফটেনপোস্টেন কোনো জবাব দেয়ার আগেই ফেসবুক ছবিটি সরিয়ে ফেলে। পরে অফটেনপোস্টেনের সম্পাদক এস্পেন গিল হানসন ফেসবুকের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেন।

নিজের চিঠিতে হানসন বলেন, ‘মার্ক জাকারবার্গ, আমি নরওয়েতে আমার কক্ষে বসে কাজ করার সময়ও আমার মনে হচ্ছে, আপনি আমার কাছে হস্তক্ষেপ করছেন। ফেসবুক বোধহয় জ্ঞানভিত্তিক আলোচনা করারও কোনো সুযোগ দেয় না। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম সংবাদ প্রকাশের স্বাধীনতা বাড়ানোর পরিবর্তে স্বাধীনতা হ্রাস করছে। এটা হতাশাজনক। আমার মনে হয় আপনি ক্ষমতার অপব্যবহার করছেন; যেভাবে স্বৈরাচারদের সিদ্ধান্ত নিতে দেখা যায়।’

এরপরই টনক করে ফেসবুকের। এর মধ্যে ইংল্যান্ডের গার্ডিয়ানও ফেসবুকের সমালোচনায় মুখর হয়। এরপর ফেসবুক এক বিবৃতির মাধ্যমে জানায়, তারা ঐতিহাসিক ছবিটির গুরুত্ব বুঝতে পেরেছে এবং তা আবার ফেসবুকে পোস্ট করার সুযোগ দেয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:২১   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ