ইতিহাসের ‘ভয়ঙ্করতম’ বোমা হামলার জন্য ওবামার দুঃখ প্রকাশ

Home Page » প্রথমপাতা » ইতিহাসের ‘ভয়ঙ্করতম’ বোমা হামলার জন্য ওবামার দুঃখ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০১৬



obama-secures-34-senators-support-for-iran-nuclear.jpgবঙ্গ-নিউজঃ ভিয়েতনাম যুদ্ধের সময় লাওসে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বোমা হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন বারাক ওবামা। ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি লাওসের বর্বরোচিত বোমা হামলার জন্য দুঃখ প্রকাশ করলেন।

মঙ্গলবার ভিয়েতনামের রাজধানী ভিয়েনতিয়েনে এক বক্তৃতায় বারাক ওবামা লাওসকে ইতিহাসের সবচেয়ে ব্যাপক বোমা হামলার শিকার বলে বর্ণনা করেছেন বলে জানিয়েছে বিবিসি।

উল্লেখ্য, ১৯৬৪ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধের সময় দেশটিতে প্রতি মিনিটে গড়ে আটটি করে প্রায় ২৮ কোটি ৮০ লাখ ক্লাস্টার বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। বলা হয়, এই পরিমাণ বোমা পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ব্যবহার করা হয়নি।

লাওসের এক বাসিন্দা জানান, উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনীকে লাওসের ভিতর দিয়ে দক্ষিণ ভিয়েতনামে যেতে বাধা দেয়ার জন্যই লাওসে বৃষ্টির মতো বোমাবর্ষণ করে আমেরিকা। ওই সময় লাওসে পাঁচ লাখ আশি হাজার ৩৪৪টি বোমাহামলা পরিচালনা করেছিলো আমেরিকা।

নিক্ষেপিত ২৮ কোটি ৮০ লাখ বোমার মধ্যে এখনও প্রায় সাত কোটি ৫০ লাখ বোমা অবিস্ফোরিত অবস্থায় লাওসের মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে বলে জানিয়েছে মাইন ক্লিয়ারিং এজেন্সি। যা নিক্ষেপিত বোমার প্রায় ৩০ শতাংশ। অবিস্ফোরিত বোমার কারণে লাওসের ১৮টি প্রদেশের মধ্যে ১০টিকে ইতোমধ্যেই দূষিত নগরী হিসেবে দেখা হয়

দেশটিতে এখনও অবিস্ফোরিত ওইসব বোমায় নিরীহ মানুষের জীবনহানি হচ্ছে। বিশেষ করে দেখতে খেলনার মতো ক্লাস্টার বোমাগুলো শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে ধরা হয়।

লাওসের এই বোমার ক্ষত সারিয়ে তোলাটাকে আমেরিকার জন্য নৈতিক বাধ্যবাধকতা বলে মনে করেন বারাক ওবামা। এজন্য অবিস্ফোরিত এসব বোমা উদ্ধার করতে নয় কোটি ডলার ব্যয় করা হবে বলে জানান তিনি। এছাড়া গত বিশ বছরে এসব মাইন ও বোমা উদ্ধারে ১০ কোটি ডলার ব্যয় করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ০:৩৬:০৮   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ