ঢাকা-জয়দেবপুর মাটির নিচ দিয়ে রেলপথ হবে

Home Page » প্রথমপাতা » ঢাকা-জয়দেবপুর মাটির নিচ দিয়ে রেলপথ হবে
বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬



subway-train.jpgবঙ্গ-নিউজঃ ঢাকা-জয়দেবপুর রুটে মাটির নিচ দিয়ে রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ঢাকায় আগমন ও বর্হিগমনের ক্ষেত্রে যানবাহনের চাপ ও যানজট কমাতে এই নির্মাণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।একটি সূত্র থেকে জানা গেছে, ইতোমধ্যেই ‘ঢাকা-জয়দেবপুর সেকশনে সাবওয়ে নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা’ প্রকল্প প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সমীক্ষা প্রকল্পের ব্যয় এবং পরামর্শকের ব্যয়ও নির্ধারণ করা হয়েছে।

৬৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের সমীক্ষা করা হবে বলে জানা গেছে। সরকারি অর্থায়নে এই সমীক্ষা ২০১৮ সালের মার্চ পর্যন্ত চলবে। এই টাকার মধ্যে ফুয়েল ও লুব্রিকেন্ট বাবদ ১২ লাখ টাকা, যানবাহনের রক্ষণাবেক্ষণ বাবদ অর্থ সংস্থান এবং ৬ জন কর্মকর্তা ও ১০ জন সাপোর্ট স্টাফের বেতন-ভাতা ধরা হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত এ সাবওয়ে নির্মাণ করা হবে। কারণ হিসেবে জানানো হয়েছে যে, কমলাপুর-টঙ্গী রুটের অংশে মাটির নিচ অনেকখানি ঝামেলামুক্ত। এই অংশে উল্লেখযোগ্য কোনো ইউটিলিটি সার্ভিস নেই বললেই চলে।

এছাড়া সাবওয়ে নির্মাণের কোনো অভিজ্ঞতা বাংলাদেশ রেলওয়ের নেই বলে প্রাথমিকভাবে স্বল্প পরিসরে কাজ করার কথা ভাবা হচ্ছে।

বলা হচ্ছে, প্রাথমিকভাবে কমলাপুর-টঙ্গী রুটে পাতাল রেল নির্মিত হলে রাজধানীতে গাড়ি ও অফিসগামী মানুষের চাপ অনেকখানি কমে যাবে। বিভিন্ন অফিসে কর্মরতরা খুব সহজে ঢাকায় আসা-যাওয়া করতে পারবেন।

এ প্রসঙ্গে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন বলেন, এই ধারনা বাংলাদেশের জন্য একেবারেই নতুন। আমাদের পাশের দেশ ভারতে এই সুবিধা থাকলেও সাবওয়ে নির্মাণের কোনো অভিজ্ঞতা বাংলাদেশ রেলওয়ের নেই। তাই প্রথমে আমরা স্বল্প পরিসরে শুরু করতে চাই। পরবর্তীতে আরও বড় প্রকল্প হাতে নেয়া হবে।

বাংলাদেশ সময়: ৯:৫৬:১০   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ