২৫ লাখ টাকার গরু, মাংস হবে ৩৫ মণ!

Home Page » এক্সক্লুসিভ » ২৫ লাখ টাকার গরু, মাংস হবে ৩৫ মণ!
সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬



cow-price-is-25-lakh-taka.jpgবঙ্গ-নিউজঃ গরুর দাম ২৫ লাখ টাকা! এটুকু শুনেই দলবেঁধে গরুটাকে দেখতে আসছেন সবাই। ফলে সারাদিনই উৎসুক মানুষের ভিড় লেগে আছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের পরিষ্কার বিবির বাড়িতে।২৫ লাখ টাকা মুল্যের এই ষাঁড়গরুটির মালিক পরিষ্কার বিবি। সাড়ে ৩ বছর ধরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন গরুটিকে।

পরিষ্কার বিবির মেয়ে ইতি আক্তার জানান, গরুটাকে নিজের সন্তানের মতোই দেখেশুনে রাখেন তার মা। ষাঁড়টিকে লক্ষ্মী বলেই সম্বোধন করেন তিনি। এছাড়া ‘লক্ষ্মী’ রাগ করলে নলকুপের ঠাণ্ডা পানি শরীরে ছিটিয়ে দেন পরিষ্কার বিবি। আর এতেই নাকি রাগ কমে আসে ‘লক্ষ্মী’র।

গরুটিকে কোনোরকম মোটা-তাজাকরণ ওষুধ খাওয়ানো হয়নি বলে নিশ্চিত করেন সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিতাই চন্দ্র দাস। তিনি জানান, গত দুই বছর ধরে এই গরুটিকে তিনি পর্যবেক্ষণ করে আসছেন। এর মধ্যে কোনোদিনই মোটা-তাজা করার কোনো ওষুধ খাওয়ানো হয়নি এটিকে।

cattle cow above 20 lac

৫ ফিট ৬ ইঞ্চি উচ্চতার এই গরুটি লম্বায় ৯ ফিট। ধারনা করা হচ্ছে, এটিতে মাংস কমপক্ষে ৩৫ মণ হবে।

ইতি আক্তার জানান, গরুটিকে তিন বেলাই বিভিন্ন রকমের দেশীয় খাবার খাওয়ানো হয়। এর মধ্যে রয়েছে চিড়া, ছোলা, গুর ও ভূষি। এছাড়া মিষ্টি লাউ, কুমড়া কেটে সিদ্ধ করে খাওয়ানো হয়। সাথে লেবু, মাঝে মাঝে টক পানিও দেয়া হয়। সারাদিনে এক এক ঘণ্টা পর পর বিচি কলা ও সবড়ি কলা দিয়ে নাস্তাও করে এই ‘লক্ষ্মী’। মাঝে মাঝে আঙ্গুর, কমলা ও মালটা খাওয়ানো হয়। সব মিলিয়ে দিনে তিন থেকে চারশ’ টাকার ফল খাওয়ানো হয় এটিকে।

পাশের বাড়ির রশিদ মিয়া জানান, এ ষাঁড়টিকে দেখার জন্য প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছেন। সাথে পাইকাররাও আসছেন গরু কেনার জন্য। কিন্তু গরুটিকে দেখার পর অনেক পাইকারই দাম বলার সাহস পান না।

পরিষ্কার বিবি জানান, শেষ এক বছর এই গরুর পেছনে প্রতিদিন এক হাজার টাকা করে খরচ করেছেন। তাই এই গরুর দাম চাচ্ছেন ২৫ লাখ টাকা। তবে কোনো ভালো মানুষ যদি ‘লক্ষ্মী’কে দিয়ে কোরবানি দিতে চান, তাহলে তিনি দাম কিছুটা কমাবেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:০৬   ১২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ