ফাঁসি কার্যকরের ক্ষণ গণনা চলছে

Home Page » আজকের সকল পত্রিকা » ফাঁসি কার্যকরের ক্ষণ গণনা চলছে
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬



 fasi.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের ক্ষণ গণনা চলছে। রাতেই ফাঁসি কার্যকর করা হবে। ইতোমধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বাইরে চার স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। পুলিশ পাহারায় শনিবার রাত পৌনে নয়টার দিকে তিনটি অ্যাম্বুলেন্স কারাগারে ঢোকে। এরপর রাত সাড়ে নয়টার পর পর কারাগারে ঢুকেছেন গাজীপুরের জেলা প্রশাসক, সিভিল সার্জন ও একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদ কারাগারের সামনে সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় কারাগার হিসেবে সব সময়ই অতিরিক্ত নিরাপত্তা থাকে। আজকের বিরাজমান পরিস্থিতির কারণে চার স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর সাড়ে ৪০০ সদস্য এখানে আছেন। এ ছাড়া গাজীপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ পাহারায় লাশ পৌঁছে দেয়া হবে কি না, জানতে চাইলে এসপি বলেন, ‘কারা কর্তৃপক্ষ যেভাবে বলবে আমরা সেভাবে করব।’
রাত পৌনে নয়টার দিকে পর পর তিনটি অ্যাম্বুলেন্স ঢোকে কাশিমপুর কারাগারে। রাত সাড়ে নয়টার পর পর গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, সিভিল সার্জন আলী হায়দার খান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম কারাগারে ঢুকেছেন।
এর আগে সন্ধ্যায় মীর কাসেমের সঙ্গে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শেষ দেখা করেন তার পরিবারের সদস্যরা। সাক্ষাৎ শেষে বেরিয়ে তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন বলেন, ‘তিনি (মীর কাসেম) আমাকে বলেছেন, তাকে ফাঁসির কথা জানানো হয়েছে। মানিকগঞ্জে তাকে দাফন করা হবে।’
মীর কাসেম শেষ ইচ্ছার কথা জানিয়েছেন কি না, জানতে চাইলে আয়েশা খাতুন বলেন, শেষ মুহূর্তেও ছেলের সঙ্গে দেখা না হওয়ায় আক্ষেপ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:২২:১৪   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ