ঘুরে আসুন মানিকগঞ্জের বালিয়াটির রাজপ্রসাদ।

Home Page » আজকের সকল পত্রিকা » ঘুরে আসুন মানিকগঞ্জের বালিয়াটির রাজপ্রসাদ।
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬



 baliati.JPG

বঙ্গ-নিউজ ডটকমঃ

নেছার এ নিশানঃ 
মানিকগঞ্জের সাটুরিয়া।। প্রত্যন্ত একটা এলাকা। মনোরম দৃশ্যেঘেরা একটা এলাকা। সব সবুজের সমারহ। গেলেই ঐখানে গা এলিয়ে থাকতে মন চাইবে আপনার। ইট কাঠের দালানের ভিতরে যারা ব্যস্ত সময় পার করে আসছেন তারা একদিন ঘুরে আসুন মানিকগঞ্জের সাটুরিয়ার বালিহাটি রাজপ্রাসাদ।
একটু জেনেই নেই বালিহাটি রাজপ্রাসাদ সম্পর্কেঃ
বাংলাদেশে খৃষ্টীয় উনিশ শতকের একটি অপূর্ব নিদর্শন বালিহাটি প্রাসাদ। বালিহাটির জমিদার গোবিন্দ রাম সাহা ছিলেন এর প্রতিষ্ঠাতা । তিনি ছিলেন আঠার শোতকের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী। দধী,পন্ডিত,আনন্দ,গোলাপ রাম নামে চার পূত্র রেখে তিনি প্রয়াত হন। সম্ভবত বালিহাটি প্রাসাদটি তাদের দ্বারাই নির্মিত হয়। ৫.৮৮ জমির উপর বিস্তৃত এবং নিদর্শন টি বিভিন্ন পরিমাপ ও আকৃতির দু”শতাধিল কোঠা ধারণ করেছে। উত্তর দিকে রয়েছে ছয় ঘাট বিশিষ্ট পুকুর এছাড়া ভিতরে রয়েছে ৭টি খন্ডে থাকা বিভিন্ন স্থাপনা,শ্নাঘার,প্রক্ষালণ ইত্যদি। পুরো অংশটি সীমানা প্রাচীরে ঘেরা। দক্ষিন প্রাচীরে পাশাপাশি একই ধরণের চারটি খিলান দরজা রয়েছে।

baliati-4.JPG
স্থাপনা সমুহের আকর্ষণীয় দিক হল সারিবদ্ধ বিশাল আকৃতির করিনথিয়াম থাম,লোহার বীম, ঢালাই লোহার পেছানো সিড়ি, জানালায় রঙ্গিন কা্‌চ,কক্ষের অভ্যন্তরে বিশাল আকৃতির বিশাল আয়না,কারুকার্য খচিত দেওয়াল ও মেঝে ঝাড়বাতি ইত্যাদি।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের চতুর্থ সেমিষ্টার এর ৬ শিক্ষার্থী নিশান,সাইদী,শহিদুল,শামীম,জাফরানা,সুপ্তি ঘুরে এসে জানায়,জায়গাটা অনেক সুন্দর। মনোরম একটা জায়গায় এই রাজপ্রাসাদ এর স্থাপনাটা। প্রতিদিন অসংখ্য পর্যটক এসে ভিড়ায় এই বালিয়াটির প্রাসাদ দেখতে।
আবার মানিকগঞ্জের বিখ্যাত কিছু আছে যেটা দেখে আপনি অনেক বিস্মিত হবেন। সাটুরিয়া বাজারের বিখ্যাত খাবার মুড়ির ভর্তা,চালভাজা, বিভিন্ন মিস্টান্ন দ্রব্যাদি ঐ হাটে হাটের দিন পাওয়া baliati-2.JPGযায়।
-
-
যেভাবে যাবেনঃ
ঢাকার ভেতর থেকে নবীনগর স্মৃতিসৌধের সামনে থেকে মানিকগঞ্জের সাটুরিয়ার বাস পাওয়া যায়। প্রত্যেক জন ভাড়া পড়বে ৪০ টাকা করে। সাটুরিয়া বাস স্টেনে নামবেন, নেমে ওইখান থেকে একটু সামনে এসে সিএনজি বা অটো রিক্সাতে করে চলে যাবেন প্রাসাদের মূল ফটকে। ভাড়া নিবে প্রতি জন ১০ টাকা করে।

baliati-3.JPG

বাংলাদেশ সময়: ১৭:১২:১৪   ৮৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ