‘জ্ঞাননির্ভর সমাজ গঠনে তথ্যবিজ্ঞানীরাই হবে কারিগর’

Home Page » শিক্ষাঙ্গন » ‘জ্ঞাননির্ভর সমাজ গঠনে তথ্যবিজ্ঞানীরাই হবে কারিগর’
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬



 nu.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. হারুন অর রশিদ বলেন,বর্তমান যুগে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে ডিগ্রীধারীরাই হবে জ্ঞাননির্ভর সমাজ গঠনের আসল কারিগর। কেবল সনদ প্রাপ্তী নয়, দেশের উৎকর্ষ সাধনের মানসিকতা নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে। এ বিশেষ কোর্স দেশের প্রচুর সংখ্যক তথ্যবিজ্ঞানীর চাহিদা পূরণে অবদান রাখবে। তিনি বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ একথা বলেন।
তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এসব শিক্ষার্থীরা নিজেদেরকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এক বছর মেয়াদী এ পেশাদার কোর্সে ভর্তি হয়েছে।
অনুষ্ঠানে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. নাসির উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও ডীন স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
উল্লেখ্য, এবারই জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামটি চালু হয়। বিপুল সংখ্যক প্রার্থী ভর্তির জন্য আবেদন করে। ভর্তি পরীক্ষা শেষে ১০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। সামগ্রিক ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও বিশ^বিদ্যালয়ের ডীনগণ, শিক্ষকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:৩৮:৩৫   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ