দলে ফিরেই মেসির চমকে জিতলো আর্জেন্টিনা

Home Page » আজকের সকল পত্রিকা » দলে ফিরেই মেসির চমকে জিতলো আর্জেন্টিনা
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬



 leo-messi.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
লিওনেল মেসি ফিরলেন তার পুরনো রূপে। দলের সেরা তারকার উজ্বল পারফরম্যান্সে আর্জেন্টিনা পেরুলো বড় বাধা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল লুইস সুয়ারেজের উরুগুয়ে। নিজেদের মাঠ মেনডোজায় ১-০ গোলে উরুগুয়েকে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন অবসর ভেঙে আবারো জাতীয় দলে ফেরা আর্জেন্টাইন ফুটবলের খুদে জাদুকর মেসি।
বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ঘরের মাঠে শিষ্যদের দারুণ পারফরম্যান্সে নতুন কোচ এদগার্দো বাউসার শুরুটাও তাই হলো দুর্দান্ত।
ঘরের মাঠে ফেভারিট হিসেবেই মাঠে নামে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৪৩তম মিনিটে গোল করেন মেসি। দুই মিনিট পরেই দশজনের দল নিয়ে মাঠ ছাড়তে হয় মেসি বাহিনীকে। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে মেসির উত্তরসূরি ভাবা পাওলো দিবালা দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলতে নামে আর্জেন্টিনা। এই ম্যাচের আর্জেন্টিনা দলে ছিলেন না গঞ্জালো হিগুয়েন। চোটের কারণে খেলতে পারেননি সার্জিও আগুয়েরো।
পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা আর্জেন্টিনার পয়েন্ট ৭ ম্যাচে ১৪। উরুগুয়ে, কলম্বিয়া ও একুয়েডরের পয়েন্ট সমান ১৩। গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে সুয়ারেসরা। এরপর যথাক্রমে কলম্বিয়া ও একুয়েডর।
এর আগে একুয়েডরকে ৩-০ গোলে হারানো ব্রাজিল ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। দিনের অন্য ম্যাচে কলম্বিয়া ২-০ গোলে ভেনেজুয়েলাকে এবং বলিভিয়া একই ব্যবধানে পেরুকে হারিয়েছে।
ম্যাচে মেসিকে পাওয়া নিয়েও শঙ্কা ছিল। লা লিগায় গত রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে জেতা ম্যাচ শেষে মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। তবে, সব শঙ্কা কাটিয়ে এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন মেসি।
অবসর ভেঙে মেসির প্রত্যাবর্তন ম্যাচ। তার উপর ২০১৮, রাশিয়া বিশ্বকাপ কোয়ালিফায়ার্স। মেসিকে যেন গোল পেতেই হত। অবসরের পরে এত কাতর আবেদন এসছে বিশ্বজুড়ে, তার মূল্য চোকাতেই হতো। আজ গোল করে সেটাই যেন শোধ করলেন মেসি।

বাংলাদেশ সময়: ১০:২১:৩৭   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ