হজ ফ্লাইট বাতিল: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ

Home Page » আজকের সকল পত্রিকা » হজ ফ্লাইট বাতিল: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬



 hazz-flight.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
হজ সম্পর্কে বিভ্রান্তির তথ্য প্রদানকারী হাব সমন্বয় পরিষদ নামের সংগঠনটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে হজ ফ্লাইট বাতিলের কারণ নিরূপণ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুণের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম অংশগ্রহণ করেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মো. আবদুল জলিলসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে হাজীদেরকে যথাসময়ে হজব্রতে প্রেরণের ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করে কমিটি। ওমরা পালনের ক্ষেত্রে ভবিষ্যতে ক্যাবিনেটে পাসকৃত হজ নীতিমালা অনুযায়ী প্রতিটি এজেন্সির নির্ধারিত ৫০০ জন ওমরা যাত্রী নেয়া এবং আগামীতে হজ ফ্লাইট যাতে বাতিল করতে না হয় সে দিকে লক্ষ্য রেখে ধর্ম মন্ত্রণালয় ও বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সমন্বয় করে ফ্লাইট বুকিংয়ের সুপারিশ করা হয়েছে। এছাড়া বৈঠকে সরকারীভাবে আরো বেশি হজ যাত্রী যাতে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
কমিটি ইসলামিক ফাউন্ডেশনের ‘বোর্ড অব গভর্নর্স’ এ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যখন যিনি সভাপতি থাকবেন পদাধিকার বলে তাকেই ভাইস চেয়ারম্যান হিসেবে সম্পৃক্ত করার সুপারিশ করে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন তৈরিকৃত ডাইরিতে ভবিষ্যতে আরবিতে কোরআনের আয়াত এবং হাদিসের বানী সংযোজনের বিষয়ে বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণের সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১০:১৮:৪৫   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ