সরকার দেশবিরোধী চুক্তি করছে

Home Page » আজকের সকল পত্রিকা » সরকার দেশবিরোধী চুক্তি করছে
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬



 khaleda-zia.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
দেশবিরোধী চুক্তি করা হচ্ছে এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, যেসব চুক্তি করা হচ্ছে তা সব দেশবিরোধী। এই যেমন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি। শুধু তাই নয়, কী চুক্তি হচ্ছে তা প্রকাশ করা হচ্ছে না। খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার দেশের স্বার্থ বিরোধী, জনগণ বিরোধী সরকার। এদের কারো দেশপ্রেম নেই। প্রকৃত দেশপ্রেমিক হলো বিএনপি ও এর নেতাকর্মীরা।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন দেশের কঠিন ও খারাপ সময় বিরাজ করছিলো। যে কারণে তিনি শুরুতেই সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেয়া শুরু করেন। শুধু তাই নয়, তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলেন ও বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন।
ভারতের কাছ পানির ন্যায্য হিস্যা না পাওয়ার অভিযোগ করে খালেদা জিয়া বলেন, বন্ধু বলে আমরা প্রতিবাদ করবো না এটা হতে পারে না। এজন্য আমরা বলি আলোচনায় বসে ন্যায্য দাবি আদায় করার জন্য বলি। ঝগড়া নয়, আলোচনা করেই সমাধান সম্ভব। কিন্তু অন্য দলগুলোর ভেতরে এসব নিয়ে কোন চিন্তা দেখছি না।
আবারো রামপাল প্রকল্পের বিরোধীতা করে খালেদা জিয়া বলেন, আমরা এর বিরোধীতা করে যা যা বলেছি তার কোন পয়েন্টে সঠিক জবাব দিতে পারেনি সরকার। রামপাল এখানে হওয়া উচিত নয়। এই এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে এর আগে। সুন্দরবন শেষ হয়ে যাবে। আমরা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার কথা বলছি না। কিন্তু অন্য কোথাও করেন। কারণ আমাদের সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ দরকার নেই।
তিনি দাবি করেন, রামপাল প্রকল্পে তিনটি দেশ টাকা দিবে না বলে দিয়েছে। যারা করতেছে (ভারত) তাদের দেশেও এটা করতে চেয়েছিলো কিন্তু করতে পারেনি। কারণ সে দেশের সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই প্রতিবাদের কারণে করতে পারেনি। পরে তাদের দেশের চেয়েও খারাপ প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসছে। আমাদের সরকার তা ভালো করে খুলেও দেখার প্রয়োজন মনে করেনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হবে আমরা দেশের স্বার্থ সর্বদা রক্ষা করবো, সমুন্নত রাখবো। সকলের সঙ্গে সম্পর্ক রাখবো তবে মাথা উঁচু করে থাকবো। তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটার জন্য কাজ করি। ইনশাল্লাহ জিয়াউর রহমান যে চিন্তা নিয়ে কাজ করেছিলেন সেই স্বপ্ন পূরণ করতে পারবো। দেশ উন্নত হবে।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০:১৬:০৩   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ