ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুন্ঠিত মালামাল উদ্ধার

Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুন্ঠিত মালামাল উদ্ধার
বুধবার, ৩১ আগস্ট ২০১৬



 sonargoan.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালু থেকে প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এই ঘটনা ঘটে।
এদিকে বুধবার ভোর রাতে সোনারগাঁও থানার পুলিশের উ-পরিদর্শক মো. গোলজার হোসেনের নেতৃত্বে জেলার রূপগঞ্জ থানার পূর্ব চনপাড়া এলাকা থেকে ডাকাত সর্দার নাজমুল হাসান (২৫) ও তার সহযোগী মামুন (৩০), মানিক (৩০), মেহেদি হাসান (১৯), আল আমিন (১৯), শায়ন (২১) ও সাগর (২৩) নামে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক গোলজার হোসেন জানান, সোমবার রাত ১১টার দিকে শাহজালাল বিমান বন্দর থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মো. আবুল কালাম বাড়িতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে পৌঁছা মাত্র আগে থেকে ওৎপেতে থাকা ৮/১০ জনের একটি ডাকাতদল তাদের একটি লেগুনা গাড়ী গতিরোধ করে। এ সময় ডাকাতদল প্রবাসিকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ হাজার সৌদি রিয়াল, নগদ ৫০ হাজার টাকা, ৫টি স্যামসাং মোবাইল সেটসহ মালামাল লুট করে নিয়ে ঢাকার দিকে রওয়ানা দেয়।
পরে ডাকাতির সংবাদ পেয়ে টহলরত পুলিশের একটিদল ডাকাতির কাজে ব্যবহৃত লেগুনার পিছু নেয়। এদিকে টহল পুলিশ ঢাকা জয়দেবপুর এশিয়ান হাইওয়ের নানাখী এলাকায় থাকা দায়িত্বরত পুলিশকে অবহিত করলে পুলিশ মহাসড়কে ব্যারিকেট দিয়ে ডাকাতদের গাড়ীটি আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা সৌদি রিয়াল, নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে গেলেও জাকির হোসেন ও মোহাম্মদ আলী নামের দুই ডাকাতকে মালামালসহ আটক করে। পুলিশের হাতে গ্রেফতারকৃত এই দুই ডাকাতের দেয়া তথ্য মোতাবেক বুধবার ভোর রাতে রূপগঞ্জের পূর্ব চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ৭ ডাকাতকে প্রবাসিদের লুন্ঠিত হওয়া মালামালসহ গ্রেফতার করে সোনারগাঁও থানায় নিয়ে আসেন পুলিশ।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদের জানান, প্রবাসিদের লুন্ঠিত হওয়া মালামালসহ ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়। এর আগে ডাকাতদের ব্যবহৃত লেগুনা গাড়িটিসহ আরো ২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছিল। এই ডাকাতদল গত কিছুদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দড়িকান্দি এলাকা থেকে মেঘনা সেতুর পর্যন্ত প্রবাসিদের গাড়ি গতিরোধ করে মালামাল লুট করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:১৫   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ