সেপ্টেম্বর মাসের মধ্যেই আরও ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে

Home Page » বিবিধ » সেপ্টেম্বর মাসের মধ্যেই আরও ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে
মঙ্গলবার, ৩০ আগস্ট ২০১৬



বঙ্গ-নিউজ ডটকমঃদেশের সব জেলায় স্বাস্থ্যসেবা জোরদারের লক্ষ্যে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই আরও ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি আরও বলেন, ‘ঝালকাঠি সদর হাসপাতালকে আড়াইশ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে পরিণত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।’ দক্ষ সেবিকা তৈরি করতে এ জেলায় একটি নার্সিং কলেজ স্থাপনের কাজ চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে ঝালকাঠি জেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামসহ শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ঝালকাঠি জেলার স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলা সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিসক নিয়োগ, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের শূন্যপদ পূরণ, চিকিৎসা যন্ত্রপাতির সংরক্ষণ, কমিউনিটি ক্লিনিকগুলোর সংস্কার, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিয়মিত তদারকিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার একসাথে ছয় হাজার তিনশ’ ডাক্তার নিয়োগ দিয়েছে। নিয়োগকৃত ডাক্তাররা বাধ্যতামূলকভাবে ন্যূনতম দু’বছর কর্মস্থলে থেকে সেবা দিচ্ছেন। এর ফলে গ্রামীণ স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে।’

স্বাস্থ্যসেবা জোরদারের লক্ষ্যে সরকারের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বাড়াতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সশরীরে পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম জোরদারের পরামর্শ দেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে দেশে সুস্থ ও মেধাবী জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করতে হবে।’

তিনি ঝালকাঠি জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্বাস্থ্যমন্ত্রীর সহায়তা চান। ঝালকাঠির ১০০ শয্যার হাসপাতালকে আড়াইশ’ শয্যায় রূপান্তর, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং জেলার স্বাস্থ্যসেবা খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগেরও প্রস্তাব দেন আমির হোসেন আমু।

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘শিগগিরই সিরাজগঞ্জ শিল্পপার্ক প্রকল্পের কাজ শুরু হবে। ইতোমধ্যে এ প্রকল্পের প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে। আগামী একনেক বৈঠকে অনুমোদনের পরপরই প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে।’

বাংলাদেশ সময়: ০:৩৪:৩১   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ