বঙ্গ-নিউজ ডটকমঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর চ্যাপ্টার শেষ হয়েছে। এবার মেজর জিয়ার চ্যাপ্টারও শেষ হবে। বাংলাদেশের জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। যেখানে দেশের স্বাধীনতা বিরোধী রাজনৈতিক মদদ রয়েছে। এই ষড়যন্ত্র মুসলমানদের সন্ত্রাসী বানিয়েছে।
রোববার সকাল ১১টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে এই দেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। বঙ্গবন্ধুর বিচার হয়েছে, যুদ্ধাপরাধীর বিচারও শেষ পর্যায়ে। ঠিক সেই সময় দেশকে অকার্য্যকর রাষ্ট্রে পরিনত করতে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে, দেশ-বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই সময় তারা গুলশান ও শোলাকিয়া এলাকায় জঙ্গি-হামলা চালিয়ে মানুষ হত্যা করে দেশকে সন্ত্রাসী হিসেবে পরিচিত করার চেষ্টা চালিয়েছে।
নাটোর সদর উপজেলা, নলডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের কোথাও কোন আইএস সংগঠন নেই। বিএনপি-জামায়াত পরিকল্পিত ভাবে দেশে সন্ত্রাসী কার্য্যক্রম চালাচ্ছে। তাই পাড়া-মহল্লা, ইউনিয়ন, উপজেলাসহ সকল স্তরে জঙ্গি বিরোধী কমিটি গঠন করে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস দূর করতে হবে।
তিনি আরো বলেন, ৭১এ বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেছি। সেই সময় স্বাধীনতা বিরোধীরা পরাজিত হয়ে কিছুদিন চুপসে ছিল। কিন্তু ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর সেই পরাজিত শক্ররা মাথা চাঁড়া দিয়ে ওঠে বিভিন্ন সময়ে হরকাতুল জিহাদ, বাংলাভাই, আনসার উল্লাহ বাংলাটিমসহ বিভিন্ন সংগঠন তৈরি করে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। এখনও চালাচ্ছে। এছাড়া একের পর এক বিভিন্ন ধর্মের মানুষের ওপর হামলা চালাচ্ছে। তারা মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গীর্জার ফাদারদের হত্যা করে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়। কিন্তু তাদের সেই স্বপন কোন দিনও পূরণ হবে না। বাংলাদেশের মানুষ জঙ্গি ও সন্ত্রাসকে পছন্দ করে না। দেশের মানুষ আজ জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সেচ্চার হয়েছে।
নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে চিরতরে জঙ্গি ও সন্ত্রাস নিমূল করা হবে। দেশের মানুষ আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটের-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম মালেক শেখ প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯টায় নাটোর থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি। উদ্বোধন শেষে জেলা পুলিশ নাটোরের আয়োজনে সুধী সমাবেশে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, নাটের-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জর ডিআইজি এম খুরশীদ হোসেন, জেলা প্রশাসক খলিলুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭:২১:৩০ ৩৮৯ বার পঠিত