ক্রিকেট নিরাপত্তায় নজির বাংলাদেশ।।

Home Page » ক্রিকেট » ক্রিকেট নিরাপত্তায় নজির বাংলাদেশ।।
শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬



 papon.JPG

বঙ্গ-নিউজ ডটকমঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেন, ‘ইংল্যান্ডকে যে মানের নিরাপত্তা পরিকল্পনার কথা বলা হয়েছে সেটি পৃথিবীর আর কেউই দেয় না।’ ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের জন্য ইসিবি সবুজ সঙ্কেত দেয়ার পরই শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘পৃথিবীর কোনও দেশই কিন্তু নিরাপদ না।
যে কোনও জায়গায় এমন কিছু হতে পারে। তবে কোথায় হবে, কবে হবে এটা কেউ জানে না। আর আমার ধারণা ছিল, এর চেয়ে ভালো নিরাপত্তা পরিকল্পনা কেউ করতে পারবে না।’ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রশংসা করে পাপন বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে ইংল্যান্ড সাধারণত এই ধরণের সন্ত্রাসের কাছে মাথা নত করার মতো জাতি না। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া না আসলেও তারা এসেছে। ভারতেও একবার এই ধরনের ঘটনায় তারা সিরিজ বাতিল করেনি।’ এসময় বিসিবির সঙ্গে ইসিবির সুসম্পর্কের কথা তুলে ধরে পাপন বলেন, ‘আমাদের সঙ্গে ইংল্যান্ডের সুসম্পর্ক সব সময়ই ছিল। দুই বোর্ডের মধ্যে ভালো সম্পর্ক বিরাজ করছে। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এতগুলো দলগুলোকে সামলেছি। তাই শুধু ইংল্যান্ডকে সামাল দেয়া কঠিন কিছু না।’
এতদিন শঙ্কার মেঘ থাকলেও ইসিবির আনুষ্ঠানিক ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে সিরিজ নিয়ে বিরাজমান উৎকণ্ঠার অবসান হয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি। তার মতে, ‘যেখানে যাই, সবাই একটাই প্রশ্ন করছিল আমাকে- ইংল্যান্ড আসবে? এই যে বাংলাদেশের ১৬ কোটি মানুষ, তারা নিশ্চয়ই দোয়া করেছে। আর এতগুলো মানুষের দোয়া বৃথা যেতে পারে না। আমার মনেও সাহস ছিল ইংল্যান্ড আসবে।’
আর তাইতো, এতসব কিছুর পরই অবশেষে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড দল।

বাংলাদেশ সময়: ২০:৩১:৪৫   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ