‘গুলশান ও শোলাকিয়া হামলায় রাজনৈতিক ইন্ধন ছিলো’

Home Page » আজকের সকল পত্রিকা » ‘গুলশান ও শোলাকিয়া হামলায় রাজনৈতিক ইন্ধন ছিলো’
শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬



 1472201847.jpg
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গুলশানের হলে আর্টিজানে বিদেশি হত্যা ও শোলাকিয়ায় পুলিশ হত্যায় ঘটনায় জঙ্গি সংগঠনগুলোর পেছনে রাজনৈতিক ইন্ধন ছিলো বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। এসব রাজনৈতিক ইন্ধনদাতাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে কাজ করছে আইন শৃংখলা বাহিনী।
শুক্রবার রাজধানীর খামারবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ads
মন্ত্রী বলেন, এসব ঘটনার পেছনে অবশ্যই রাজনৈতিক ইন্ধন রয়েছে। আগেও তারা করেছে, এখনও করছে। যাদের আমরা ধরেছি তারাই এসব স্বীকার করছে। তারা কোনো এক সময় বা এখনও জামায়াতে ইসলামের ক্যাডার বলে পরিচিত। শুধু জামায়াতে ইসলাম নয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্যও তারা। তারা কাদের আশ্রয়-প্রশ্রয়ে জঙ্গি হয়েছে তাও আপনারা জানেন। বাগমারায় বাংলা ভাইয়ের সময়ে কারা নেতৃত্বে ছিলো সেটাও আপনাদের জানা আছে।
মন্ত্রী আরো বলেন, গুলশানের হলে আর্টিজানে হামলা ও নারকীয় হত্যাকাণ্ডের পর কমান্ডো অভিযানে হামলাকারী ৫ জঙ্গি নিহত হয়। কয়েকদিনের ব্যবধানে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে আরেক জঙ্গি হামলায় ২ পুলিশ সদস্য নিহত হন। পুলিশের হাতে আটক জঙ্গিরা কিছু তথ্য দেয় আইন শৃংখলা বাহিনীকে। সেসব তথ্য অনুযায়ী গোয়েন্দারা এখন খুঁজছেন ওই ঘটনার মাস্টারমাইন্ড কয়েকজনকে।
তিনি বলেন, আমরা এসব মাস্টারমাইন্ডদের এবং অর্থ যোগানদাতাদের একের পর এক চিহ্নিত করছি। তাদের শিগগিরই আমরা গ্রেফতার করতে পারবো আইনের মাধ্যমে।
মন্ত্রী জানান, শীর্ষ জঙ্গি নেতাদের গ্রেফতারে পদক্ষেপ নেয়া হচ্ছে। অনুষ্ঠানে টার্গেট আগস্ট শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫:৩০:২৯   ৫৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ