পরিস্কার করা হচ্ছে বসুন্ধরা সিটি:

Home Page » আজকের সকল পত্রিকা » পরিস্কার করা হচ্ছে বসুন্ধরা সিটি:
সোমবার, ২২ আগস্ট ২০১৬



বঙ্গ-নিউজ:fire-of-basundhara-city-still-out-of-control.jpgপরিস্কার করা হচ্ছে বসুন্ধরা সিটি। সোমবার সকালেও দেশের বৃহৎ এই শপিংমলের উপর দিয়ে দেখা গেছে ধোঁয়া উড়তে। ধারণা করা হচ্ছে, পুড়ে যাওয়া আসবাব থেকে এখনো বের হচ্ছে এই ধোঁয়া .ফায়ার সার্ভিস দাবি করেছে, ভবনে আর আগুন নেই। দ্রুত পরিস্কার পরিচ্ছন্নতা শেষে খুলে দেয়া হবে শপিংমলটি। সেটা করতেও অন্তত দুদিন লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরিস্কারের কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে বসুন্ধরা সিটির নিজস্ব কর্মীরাও কাজ করছে। তাদের সূত্রে জানা গেছে ভবনের চার, পাঁচ ও ছয় তলায় প্রচুর পানি জমে আছে। তা পরিস্কার করতে এবং পুড়ে যাওয়া আসবাব বের করতে বেশ সময় লেগে যাবে।

রোববার সকাল ১১টির দিকে বসুন্ধরা সিটিতে আগুনের ঘটনা ঘটে। বেলা একটার দিকে শপিংমলের মূল ফটক দিয়ে বের হতে থাকে ধোঁয়ার কুণ্ডুলি। আগুনের সূত্রপাত হয় ছয় তলায়। পরে ছয় তলার পাশের কাঁচ ভেঙে দিয়ে ধোঁয়া বের করার রাস্তা তৈরি করা হয়।

বেলা তিনটার দিকে বের হতে থাকে কালো ধোঁয়ার প্রচণ্ড কুণ্ডুলি। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিতে টানা কাজ করতে থাকে। তারপরও আগুন নিয়ন্ত্রণে নিতে লেগে যায় ১০ ঘণ্টা সময়।

রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। কিন্তু এর ঘণ্টা পর আবার আগুন জ্বলে উঠতে দেখা যায়। সেই আগুন পরে দ্রুত নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। তারা বলে যে, আগুন লেগে থাকা কোনো আসবাব থেকেই এই আগুন জ্বলে উঠেছে।

এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির সভাপতি সোমবার বলেন যে, অন্তত ৭০ থেকে ১০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলোতে ২০ থেকে ৩০ লাখ টাকার পণ্য ছিলো বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:৪৩:১০   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ